আগামী বুধবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামচে শ্রীলঙ্কা। সেই দলেই এবার জায়গা করে নিলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। সম্প্রতি আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে তাঁর টি টোয়েন্টি সিরিজে পারফরম্যান্স দেখার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা শিবির। কয়েকদিন আগেই সেষ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানে শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের ঘরের মাটিতে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওডিআই সিরিজ জয়ের লক্ষ্যে রয়েছে শ্রীলঙ্কা বাহিনী।
শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে চিল শ্রীলঙ্কা। সেখানে কুশল মেন্ডিসের পারফরম্যান্সের ওপর ভর করেই ম্।যাচ জিতে নিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। সেই ম্যাচেও শ্রীলঙ্কা ব্রিগেডে সুযোগ পেয়েছ কামিন্দু মেন্ডিস। সেই ম্যাচে ৩৯ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই পারফরম্যান্সটাই যে এই ওডিআই সিরিজেও তাঁকে জায়গা করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজেও তিনি সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
শুধুনাত্র কামিন্দু মেন্জিসই নন, বাংলাদেশের বিরুদ্ধে এই ওডিআই সিরিজের জন্য় শ্রীলঙ্কা শিবিরে এসেছেন লাহিরু কুমারা। বিশ্বকাপের পরই শ্রীলঙ্কার স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। দিলশান মদুশঙ্কা, চামিরা করুণারত্নে এবং প্রমোদ মদুশনদের সঙ্গে নাহিরু কুমারার স্কোয়াডে আসাটা যে শ্রীলঙ্কার পেস আক্রমণকে অনেকটাই শক্তিশালী করে তুলছে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই সিরিজে শ্রীলঙ্কার স্পিন আক্রমণও যথেষ্ট শক্তিশালী রয়েছে। ওয়ানিন্দু হাসারঙ্গার পাশাপাশি শ্রীলঙ্কার স্পিন আক্রমণে রয়েছেন আকিলা ধনঞ্জয়, দুনিথ ওয়েল্লালাগে এবং মহিস থিকসানা।
শ্রীলঙ্কা ওডিআই স্কোয়াড
কুশল মেন্ডিস
চরিথ আসালঙ্কা
পাথুম নিসাঙ্কা
আভিস্কা ফার্নান্ডো
সাদিরা সামারাবিক্রমা
জানিথ লিয়ানাগে
কামিন্দু মেন্ডিস
শাহান আরাচিগে
ওয়ানিন্দু হাসারঙ্গা
মহিস থিকসানা
দুনিথ ওয়েল্লালাগে
আকিলা ধনঞ্জয়
চামিকা করুণারত্নে
দিলশন মদুশঙ্কা
প্রমোদ মদুসন
লাহিরু কুমারা
আগামী বুধবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে নামতে চলেছে শ্রীলঙ্কা। শেষ টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ওডিআই সিরিজেও সেই একই পারফরম্যান্স তারা দেখাতে পারেন কিনা সেটাই দেখার।
The post বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে শ্রীলঙ্কা শিবিরে কামিন্দু মেন্ডিস appeared first on CricTracker Bengali.