BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশের কাছে হারের পর ভেজা মাঠকেই দায়ী করছেন রশিদ খান

 বাংলাদেশের কাছে হারের পর ভেজা মাঠকেই দায়ী করছেন রশিদ খান

#image_title

Rashid Khan. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

ওডিআই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারলেও টি টোয়েন্টিতে কিন্তু শুরুটা খুব একটা ভালভাবে করতে পারল না আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে গিয়েছে আফগানিস্তান। সেই ম্যাচ হারের পর ভেজা মাঠকেই দুষছেন আফগানিস্তান অধি্নায়ক রশিদ খান। বৃষ্টিতে মাঠ ভেজা থাকার ফলেই তাদের বোলিং করার শক্তি য়ে অনেকটা কমে গিয়েছিল তা মেনে নিতে কোমও দ্বিধা নেই আফগান অধিনায়কের। প্রথম ম্যাচেই বাংসাদেশের কাছে ২ উইকেটে হেরে গিয়েছে আফগানিস্তান।

বাংলাদেশের কাছে এর আগে টেস্ট সিরিজে বিশ্রীভাবে হেরে গিয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে অবশ্য  রশিদ খান খেলেননি আফগানিস্তানের হয়ে। ওডিআই সিরিজ দিয়েেই আফগানিস্তান সিরিজে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই সিরিজে আফগান ক্রিকেটাররা দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছিলেন। আর তাতেই এসেছিল সাফল্যও। কিন্তু টি টোয়েন্টি সিরিজে তেমনটা করতে পারেনিু আফগান বাহিনী। বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা ভালবাবে করলেও শেষরক্ষা করতে পারল না তারা। ২ উইকেটে ম্যাচ হেরেই শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয়েছিল  আফগানিস্তানকে।

বাংলাদেশের বিরুদ্ধে মাত্র একটিই উইকেট তুলতে পেরেছিলেন রশিদ খান

ম্যাচ শেষ হওয়ার পর বৃষ্টি এবং ভেজা মাঠকেই দায়ী করছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। মাঠ ভেজা থাকার ফলেই তারা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেননি বলে মনে করছেন এই তারকা ক্রিকেটার। যদিও এখবনও তাদের হাতে সময় রয়েছে। ঘুরে দাঁড়ানোর ব্যপারে যথেষ্ট আত্মবিশ্বাসী রশিদ খান।  অন্যদিকে দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই বাংলাদেশ সিরিজ জিতে নিতে পারবে। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। শেষ মুহূর্তে তওহিদ হৃদয় এবং শামীমের পারফরম্যান্সই বাংলাদেশের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল এই ম্যাচে।

ম্যাচ শেষে রশিদ খান জানিয়েছেন, “সত্যি কথা বলতে এদিন মাঠ অনেক  ভেজা ছিল। ভেজা বলের কারণেই এদিন আমাদের সামর্থ্য প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছিল। তবে সব মিলিয়ে আমরা ভাল বোলিং করেছি এবং আমাদের প্রেচেষ্টাও ছিল ভাল”।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বোলারদের দাপটে শুরুর দিকে আফগানিস্তানকে চাপেও ফেলে দিয়েছিলেন তারা। সেখান থেকেই মহম্মদ নবির একটা অর্ধশতরানের ইনিংস  এবং সঙ্গে নাজিবুল্লা জারদান, অজমতুল্লাহ ওমরজাইদের যোগ্য সঙ্গদেই  ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল আফগানিস্তান। ৭ উইকেট খুইয়ে ১৫৪ রান করেছিল তারা।

শুরু থেকে আগান বোলাররাও বেশ ভাল ফর্মেই ছিলেন। পাওয়ার প্লে-তে বাংলাদেশ ব্যাটারদের কোনওরকম সুযোগই দেননি তারা। এরপরই বৃষ্টির জন্য ১৫ মিনিট ম্যাচ বন্ধ ছিল। ম্যাচ শুরু হলেই যেন ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে থাকেন বাংলাদেশী ব্যাটাররা। শেষপর্যন্ত তওহিদ হৃদয়ের হাত ধরে ২ উইকেটেই ম্যাচ জিতে নিয়েছিল আফগানিস্তান।

The post বাংলাদেশের কাছে হারের পর ভেজা মাঠকেই দায়ী করছেন রশিদ খান appeared first on CricTracker Bengali.

Exit mobile version