১৯৮৭ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকেই তাদের বিশ্বকাপ জয়ের খরা চলছিল। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে ভারতকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব ক্রিকেটের মঞ্চে তাঁর হাত ধরেই গড়ে উঠেছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসাবে যেমন ভারতীয় দলকে সাফল্য দিয়েছিলেন, তেমনই ক্রিকেটার হিসাবেও দেশের জার্সিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান ছিল অনস্বীকার্য। বিশ্বকাপের মঞ্চেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাট থেকে এসেছে বহু অসাধারণ ইনিংস।
১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেঞ্চুরী ইনিংস এখনএখনও সকলের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। বিশেষ করকে মুথাইয়া মুরলীথরণের বিরুদ্ধে সৌরভের সেই ১৮৩ রানের বিধ্বংসী ইনিংস।বিশ্বকাপের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের লেই ইনিংস যে অএথনবও পর্যন্ত সেরা ইনিংস তা বলার অপেক্ষা রাখে না। যদিও বিশ্বকাপের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে ২০০৩ সালের বিশ্বকাপে। ২০০৩ সালে অধিনায়কের দায়িত্ব ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। সেখানেই তিনটি সেঞ্চুরী রয়েছে েই তারকা ক্রিকেটারের।
দেশের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই সৌরভের ঝুলিতে রয়েছে চারটি সেঞ্চুরী ইনিংস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিটি ইনিংস নিয়ে যে এখনও আলোচনা চলে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ১৮৩ রানের ইনিংস নিয়ে এখনও নানান আলোচনা চলে।
১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৮৩
Sourav Ganguly and Rahul Dravid. (Photo Source: Twitter)
১৯৯৯ সালের প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারকের সামনে ছিল বিরাট চ্যালেঞ্জ। সেই মঞ্চেই তারকা হয়ে উঠেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শ্রীলঙ্কার দুর্ধর্ষ বোলিং লাইনআপের বিরদ্ধে টনটনে সেদিন উঠেছিল সৌরভ ঝড়। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীথরণকে একাই নাজেহাল করেছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক। সেই ম্যাচেই কেরিয়ারের সর্বোচ্চ রান ১৮৩ করেছি্লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ব্যাটে সেদিন ছিল চার ও ছয়ের বন্যা। গোটা ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় একাই মেরেছিলেন ১৭টি্ বাউন্ডারি। ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ৭টি। ১৮৩ রানের ইনিংস খেলেই থেমেছিলেন সেই ম্যাচে।
২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ১১২* রানের ইনিংস সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Sourav Ganguly. ( Image Source: Twitter )
২০০৩ সালের বিশ্বকাপে অধিনায়ক হিসাবে নেমেছিলেন সৌরভল গঙ্গোপাধ্যায়। সেই বিশ্বকাপেই তিনটি সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই নামিবিয়ার বিরুদ্ধে ১১২ রানে অপরাজিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচে সৌরভের সঙ্গে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকরও। নামিবিয়ার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১১২ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে।
২০০৩ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে ১০৭* রানের ইনিংস সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Sourav Ganguly vs Kenya. ( Image Source: Twitter )
২০০৩ সালের বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচেও ভারতীয় দলের ত্রাতাছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কার্যত কেনিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে জেতার মূল কারিগড়ই ছিলেন এই তারকা ক্রিকেটার। কেনিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ১০৭ রানে অপরাজিত ছিলেন সৌরভ। সেই ম্যাচে সেঞ্চুরীর লক্ষ্যে পৌঁঠতে সৌরভ গঙ্গোপাধ্যায় হাঁকিয়েছিলেন ১১টি চার ও দুটি ছয়।
২০০৩ বিশ্বকাপ সেমিফাইনালে কেনিয়ার বিরুদ্ধে ১১১* রানের ইনিংস সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Sourav Ganguly vs Kenya 2003 WC. ( Image Source: Twitter)
২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালেও ভারতীয় দলের সামনে ছিল কেনিয়া। সেখানেও ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেমিফাইনালের মঞ্চেও ভারতের বড় রানের পথে পৌঁছতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেঞ্চুরীই প্রধান ভূমিকা নিয়েছিল। সেই ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে ১১১ রানের অপরাজিত ইনিং খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সেঞ্চুরীতে ভর করেই ২৭০ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। ১১১ রানের সেই ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে।
The post ফিরে দেখা ওডিআই বিশ্বকাপের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চার সেঞ্চুরী ইনিংস appeared first on CricTracker Bengali.