Chandrakant Pandit. ( Image Source: Twitter )
একের পর এক ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের রাস্তা প্রশস্ত রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। সেই লক্ষ্যে যে রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তাদের তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ম্যাচে নামার আগেই কলকাতা নাইট রাইডার্সের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী নািট শিবিরের হেডস্যার চন্দ্রকান্ত পন্ডিত।
প্রথম লেগের ম্য়াচে রয়্যাল চ্যােলেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার ফিরতি লেগে রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেই শেষপর্যন্ত কী গয় ,সেদিকেি েখন নজর রয়েছে সেকলের। সেখানেই নাইট রাইডার্সের ঘুরে দাঁড়ানো নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ তচন্দ্রকান্ত পন্ডিত। তাঁর মতে শেষ সাক্ষাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই পারফরম্যান্স তাদের দলকে আত্মবিস্বাস যোগাচ্ছে বলেই মনে করছেন তিনি।
মাত্র দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স
এখনও পর্যন্ত এবারের আইপিএলে সাতটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সেখানেই এখনও পর্যন্ত মাত্র দুটো ম্যাচ জিততে পেরেছে কলকাতা নাইটরা। প্লে্ফের রাস্তাটা তাদের সামনে যে অএনেকটা কঠিন হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষ চারটি ম্যাচের মধ্যে চারটিতেই হারতে হয়েছে তাদের। মাত্র দুটো ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আট নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই শেষপর্যন্ত কী হয় এখন সেটাই দেখার। যদিো নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পন্ডিত কিন্তু তাংর দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছেন।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি একটাই কথা বল যে এটা সবে মাত্র শুরু। প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে এবার। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম সাক্ষাতে আমরা ম্যাচ জিতে নিয়েছিলাম। সেই আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে থাকাটা উচিত্। আমি একেবারে নিশ্চিত রয়েছি যে একটা স্পার্কই আমাদের দলের ফের জ্বলে ওঠার জন্য যথেষ্ট”।
শেষ দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং যেতে বোলিং দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিল। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্দে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। চেন্নাি সুপার কিংসের বিরুদ্ধে তো মাথা তুলে দাঁড়ানোর সুযঘই পায়নি তারা। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের সামনে।
The post ফিরতি লেগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে নাইটদের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী চন্দ্রকান্ত পন্ডিত appeared first on CricTracker Bengali.