BJ Sports – Cricket Prediction, Live Score

ফাইনালে ২৫ বলে ৪৭, সেই সঙ্গে সিএসকের হয়ে এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড ডেভন কনওয়ের

 ফাইনালে ২৫ বলে ৪৭, সেই সঙ্গে সিএসকের হয়ে এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড ডেভন কনওয়ের

#image_title

Devon Conway. (Photo Source: IPL/BCCI)

ওপেনিং ব্যাটার ডেভন কনওয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি মরসুমে চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন। কনওয়ে ১৬ ম্যাচে ৬৭২ রান করে আইপিএল ২০২৩ অভিযান শেষ করেছেন। রুতুরাজ গায়কওয়াড়ের ২০২১ মরসুমে ১৬ ম্যাচে ৬৩৫ রানকে অতিক্রম করে একক আইপিএল মরসুমে সিএসকের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়ে উঠেছেন নিউ জিল্যান্ডের ব্যাটার। তিনি এখন শুধু অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার মাইকেল হাসির পিছনে। হাসি আইপিএল ২০১৩-এ ৭৩৩ রান করেছিলেন।

১৫ ওভারে ১৭১ রান তাড়া করতে নেমে, কনওয়ে ও গায়কওয়াড় সিএসকেকে দূরন্ত সূচনা এনে দেন ৬.৩ ওভারে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে। দুই ওপেনার জিটি বোলিং ইউনিটের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করে যেতে থাকেন এবং দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান।

আইপিএল ২০২৩-এর তৃতীয় সর্বোচ্চ স্কোরার ডেভন কনওয়ে

সপ্তম ওভারে জিটি স্পিনার নূর আহমেদের বোলিংয়ে আউট হওয়ায় কনওয়ে আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি পাওয়া থেকে বঞ্চিত হন। কনওয়ে ২৫ বলে চারটি বাউন্ডারি এবং দুটি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন। আইপিএল ২০২৩-এ মোট ৬৭২ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন কিউয়ি ব্যাটার।

অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে তাঁর আগে কেবলমাত্র জিটি ওপেনার শুবমান গিল (৮৯০ রান) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিস (৭৩০ রান। কিউই ব্যাটার ৬৭২ রান করেছেন ৫১.৬৯ গড় ও ১৩৯.৭০ স্ট্রাইক রেটে।

মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি ফাইনালে রবীন্দ্র জাডেজা শেষ দুই বলে যথাক্রমে ৬ এবং ৪ মেরে চেন্নাই সুপার কিংসকে রেকর্ড-সমান পঞ্চম আইপিএল শিরোপা জিতিয়েছেন।

ফাইনালে জেতার জন্য শেষ ওভারে সিএসকের প্রয়োজন ছিল ১৩ রান। পুরো মরসুম জুড়ে টাইটান্সের হয়ে অনবদ্য বোলিং করা মোহিত শর্মা সুপার কিংসের তিন ব্যাটারের উইকেট – আজিঙ্ক্যা রাহানে, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি – নিয়ে টাইটান্সকে ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে এসেছিলেন। তবে জাডেজা শান্ত থেকে সিএসকেকে পঞ্চম আইপিএল শিরোপা এনে দেন।

The post ফাইনালে ২৫ বলে ৪৭, সেই সঙ্গে সিএসকের হয়ে এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড ডেভন কনওয়ের appeared first on CricTracker Bengali.

Exit mobile version