BJ Sports – Cricket Prediction, Live Score

ফাইনালে নামার আগে ভারতীয় দলের ওপর কোনওরকম চাপ নেই, জানাচ্ছেন রাহুল দ্রাবিড়

 ফাইনালে নামার আগে ভারতীয় দলের ওপর কোনওরকম চাপ নেই, জানাচ্ছেন রাহুল দ্রাবিড়

#image_title

Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল। এরপর কেটে গিয়েছে ১০ বছর। এখনও পর্যন্ত ভারতীয় দলের হাত খালি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্দে বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দল কী পারবে তাদের আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে। বাইরের এই গুঞ্জন যে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পৌঁছে যেতেও খুব একটা বেশী সময় নেবে না তা বলার অপেক্ষা রাখে না। যদিও তা নিয়ে খুব একটা বেশী ভাবতে নারাজ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

আগমী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। কিন্তু ভারতীয় দলকে ঘিরে যে সকলের প্রত্যাশার পারদ বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও ভারতীয় ক্রিকেটাররা যে একেবারেই চাপে নেই, সেই কথা বলতে কোনএও দ্বিধা কেননি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

২০১৩ সালে শেষবার আইসিসির ট্রফি জিতেছিল ভারতীয় দল

২০১৩ সালের পর এখনও পর্যন্ত তিনবার আইঅসিসির প্রতিযোগিতার ফাইনলে পৌঁছেছে ভারতীয় দল। ২০১৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। কিন্তু ব্যর্থ হয়েই ফিরতে হয়েছিল তাদের। একইরকমভাবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২১ সালের বিস্ব টেস্ট চ্যাম্পি.নশিপের পাইনালেও পৌঁছেচিল বারতীয় দল। যদিও প্রতিটি জায়গাতে ব্য়র্থ হয়েই ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ফের একটা ফাইনালের মঞ্চে এবার ভারতীয় দল। সেখানে নামার আগে বারপতীয় দলের ওপর বাড়তি চাপ রয়েছে কিনা তা নিয়ে নানান গুঞ্জন তো উঠবেই। যদিও রাহুল দ্রাবিড় সেই কথা মানতে একেবারেই নারাজ।

ম্য়াচের দুদিন আগে রাহু দ্রাবিড় জানিয়েছেন, “একেবারেই নয়। আইসি্সির ট্রফি জয়ের চেষ্টার ক্ষেত্রে কোনওরকম চাপ অনুভব করার প্রশ্নই ওঠে না। অবশ্যই এই ট্রফিজিততে পারলে সেটা মাদের কাছে একটা বড় প্রাপ্তি হবে। াইসিসির প্রতিযোগিতা জিততে পারাটা সত্যিই আমাদের কাছে েকটা বড় পাওনা হবে”।

এর আগে ঘরেরক মাঠে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নেমেছিল ভারতীয় দল। সেকানে বর্ডার -গাভাসকর ট্রফি জিতেছিল ভারতীয় দল।  সেখষানে ২-১-এ সিরিজ জিতে নিয়েচিল তারা। যদিও সেটা ছিল ঘরের মাঠে। এবার ইংল্যান্ডের মাটিতে নামছে ভারতীয় দল। সেখানে পরিস্থিতিটাও একেবারে আলাদা। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল জিততে পারে কিনা সেটাই এখন দেখার।

The post ফাইনালে নামার আগে ভারতীয় দলের ওপর কোনওরকম চাপ নেই, জানাচ্ছেন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.

Exit mobile version