BJ Sports – Cricket Prediction, Live Score

প্ৰথম একদিনের ম্যাচে ভারতের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর নিজের বক্তব্য জানালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ

#image_title

Shai Hope. (Photo Source: Rev Sportz)

ভারতের বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ১-০ ব্যবধানে হারার পর প্ৰথম ওডিআই ম্যাচে কামব্যাক করতে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি শাই হোপের নেতৃত্বাধীন দল। এরপর ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজেও শুরুটা ভালোভাবে করতে পারল না তারা। যদিও এখনও আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। দ্বিতীয় একদিনের ম্যাচে অবশ্যই কামব্যাক করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর নিজের বক্তব্য জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। এই ম্যাচটিতে শাই হোপ বাদে ওয়েস্ট ইন্ডিজের আর কোনও ব্যাটার খুব বেশি রান করতে পারেননি।

ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে শাই হোপ বলেন, “আমি শুধু এটুকুই বলতে চাই, আমাদের যেভাবে খেলার প্রয়োজন ছিল আমরা সেভাবে খেলিনি। একটি চ্যালেঞ্জিং পিচে আমাদের স্কোর করার উপায় খুঁজে বের করতে হবে। আমি অজুহাত তৈরি করছি না, তবে যারা ক্রিকেট দেখেন তারা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। কিন্তু আমাদের স্কোর করার উপায় খুঁজে বের করতে হবে।”

প্ৰথম একদিনের ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন কুলদীপ যাদব

প্ৰথম ওডিআই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করতে নেমে ২৩ ওভারে ১০ উইকেটে মাত্র ১১৪ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ ৪৫ বলে ৪৩ রান করেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ১টি ছয় মারেন। তিনি বাদে ওয়েস্ট ইন্ডিজের আর কোনও ব্যাটার ৩০ রানের গন্ডি পার করতে পারেননি। কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। তিনি শাই হোপ, ডমিনিক ড্রেকস, ইয়ানিক ক্যারিয়া এবং জেডেন সিলসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার এবং শার্দুল ঠাকুর ১টি করে উইকেট শিকার করেন।

ভারত রান তাড়া করতে নেমে ২২.৫ ওভারে ৫ উইকেটে ১১৮ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ইশান কিষান। তিনি ৪৬ বলে ৫২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ১টি ছয়। ২৯শে জুলাই, শনিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলতে নামবে ভারত।

The post প্ৰথম একদিনের ম্যাচে ভারতের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর নিজের বক্তব্য জানালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ appeared first on CricTracker Bengali.

Exit mobile version