Ravindra Jadeja. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিলেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। তারপর বল হাতেই একাই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। দুর্ধর্ষ প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতের জয়টা পাকা করে দিয়েছিলেন জাদেজা। এমন পারফরম্যান্সের দেখানোর পর থেকেই রবীন্দ্র জাদেজার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। ইডেন গার্ডেন্সে ম্যাচ শেষ হওয়ার পরই দলে নিজের ভূমিকা এবং তাঁর মানসিকতা নিয়ে মুখ খুলেছেন রবীন্দ্র জাদেজা।
দক্ষিণ আফ্রিকার তাবড় তবড় তারকা ক্রিকেটারদের এদিন ইডেনের বাইশগজে দাঁড়ানোর বেশীক্ষণ সময়ই দেনবনি রবীন্দ্র জাদেজা। টেম্বা বাভুমা থেকে শুরু করে হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারদের মতো তারকাদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। স্যার জাদেজার এমন পারফরম্যান্সেই মুগ্ধ হয়েছেন সকলে। এই পারফরম্যান্স বাকি ম্যাচেও যদি জাদেজা ধরে রাখতে পারেন, তবে ভারতীয় দলের বোলিংম লাইনআপের বিরুদ্ধে যেকোনও প্রতিপক্ষই যে ব্যর্থ হবেন তা বলার অপেক্ষা রাখে না।
৯ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে শ্রেয়স আইয়ারের ব্যাট এসেছিল বড় রানের ইনিংস। শেষ মুহূর্তে রবীনব্দ্র জাদেজাও ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলে ভারতের রান ৩০০ – এর গন্ডী টপকাতে সাহায্য করেছিলেন। শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩২৬ রান করেছিল টিম ইন্ডিয়া। বড় রান করলেওস, প্রোটিয়াদের তারকাখচিত ব্যাটিং লাইনআপ যে ভারতীয় বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তা নিয়ে ওয়াকিবহাল ছিলেন সকলেই। সেখানেই ভারতীয় দলকে নিশ্চিন্ত করেছিলেন রবীন্দ্র জাদেজা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। ম্যাচ শেষে দলে নিজের ভূমিকা প্রসঙ্গে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, “কেরিয়ারের প্রথম দিন থেকেই আমি অধিনায়কের মতো ভাবি। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় যে আমি সেই দায়িত্বে নেই। একজন অল রাউন্ডার হিসাবে আমার কাজ হয় ব্যাট হাতে ৩০ থেকে ৩৫ রান করা এবং বল হাতে পার্টনারশিপ ভাঙা। আমি সবসময়ই চেষ্টা করি নিজের পারফরম্যান্স দিয়ে একটা প্রভাব ফেলার”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ওভার বোলিং করে মাত্র ৩৩ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। প্রোটিয়াদের বিরুদ্ধে হেনরিখ ক্লাসেন, টেম্বা বাভুমা, ডেভিড মিলার, কেশভ মহারাজ এবং কাগিসো রাবাডাকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আগামী ম্যাচেও রবীন্দ্র জাদেজা সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর নিজের ভূমিকা প্রসঙ্গে মুখ খুললেন রবীন্দ্র জাদেজা appeared first on CricTracker Bengali.