Rain-affected IPL final. (Image Source: IPL/BCCI)
লাগাতার বৃষ্টি আহমেদাবাদে এবং সেই কারণে আইপিএল ২০২৩ ফাইনালের টসও সম্ভব হল না। ম্যাচ পিছিয়ে পাঁচ ওভারে করার জন্য রাত ১২:০৬ অবধি সময় থাকলেও, ১১টার আগেই ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ও আম্পায়াররা সিদ্ধান্ত নিয়ে ফেলেন ২৮শে মে, রবিবার, ফাইনাল স্থগিত রাখার। এখন ২৯শে মে, সোমবার, চেন্নাই সুপার কিংস (সিএসকে) ) গুজরাত টাইটান্স (জিটি) ফাইনালে সম্মুখীন হবে।
এদিন ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০-এ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টসের জন্য নির্ধারিত সূচী ছিল সন্ধ্যে ৭টা। তবে তার আগেই থেকেই আহমেদাবাদে নিরন্তর বৃষ্টি হওয়ায় টস সম্ভব হয়নি। শুধু বৃষ্টিই নয়, দোসর হয় বজ্রপাতও। এমন আবহাওয়ায় ক্রিকেটাররা মাঠে নামার কোনও সুযোগই পাননি।
রাত ৯:৩৫-এর মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো ২০ ওভারই ম্যাচ চলত। তার ঘণ্টাখানেক আগে কিছু সময়ের জন্য যখন বৃষ্টি থেমেছিল, তখন মনে হয়েছিল সম্ভবত পুরো ২০ ওভারই উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেই আশায় জল ঢেলে দিয়ে আবার বৃষ্টি পড়া শুরু হয়। এখন আশা করা হচ্ছে যে ২৯শে মে, সোমবারের রিজার্ভ ডে-তে সম্পূর্ণ ম্যাচ আয়োজন করা যাবে।
নতুন উদ্যমে নামবে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
তবে আবহাওয়ার পূর্বাভাস বিশেষ ভালো নয়। রবিবারের তীব্র বৃষ্টির পরে, সোমবারেও যদি পরিস্থিতির বিশেষ উন্নতি না হয়, তবে ম্যাচ আদৌ আয়োজন করা যাবে কিনা, সেই নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ম্যাচ যদি সোমবারে ভেস্তে যায়, সেক্ষেত্রে খুশি হবে গুজরাত টাইটান্স। লিগ পর্বে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল টাইটান্স। তাই ফাইনাল পরিত্যক্ত হলে, টাইটান্সকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
তবে উভয় দলই আগামীকাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্য নিয়েই আবার মাঠে নামবে। দুই দলই চায়বে মাঠে লড়াই করে কাঙ্খিত ট্রফিটি দখল করতে। সিএসকে তাদের পঞ্চম খেতাবের দিকে নজর রাখবে এবং জিততে পারলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে একাসনে বসবে সর্বাধিক আইপিএল ট্রফি জয়ের রেকর্ডসহ। অন্যদিকে, গুজরাত তাদের প্রথম দুই মরসুমেই দু্বার আইপিএল শিরোপা জয়ের দিকে নজর রেখেছে। জিটি জিতলে তারা তৃতীয় দল হবে, যারা টানা দুবার আইপিএল ট্রফি জিতবে।
আইপিএল ২০২৩ ফাইনাল পিছিয়ে যাওয়ায় টুইটারের প্রতিক্রিয়া
Exclusive visuals from Ahmedabad 😂🤣 pic.twitter.com/z2c8EOYPMq
— Aakash Chopra (@cricketaakash) May 28, 2023
Hopefully, full game tomorrow. In the unlikely situation that we can’t get even a 5 overs a side game, there will be a super over. If even that is not possible, the team that finished higher at the end of the league stage is declared the winner
— Harsha Bhogle (@bhogleharsha) May 28, 2023
See you all tomorrow! pic.twitter.com/kr14vq95nc
— Abhinav Mukund (@mukundabhinav) May 28, 2023
#IPLFinal between #CSK and #GT postponed. Will be played tomorrow. Met office forecasts a rain free Monday in Ahmedabad
— Cricketwallah (@cricketwallah) May 28, 2023
#IPLFinals #Ahmedabad #rain @IPL #GTvsCSK pic.twitter.com/XeeuWdhwmg
— Munaf Patel (@munafpa99881129) May 28, 2023
UPDATE from Ahmedabad🚨#IPL2023Final #CSKvGT #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/lGWLOmOVlm
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2023
Dear #TitansFAM… #CSKvGT #PhariAavaDe