Australia Win WTC. (Photo Source: Adam Davy/PA Images via Getty Images)
ক্রিকেটের জগতে সমস্ত ট্রফি রয়েছে অস্ট্রেলিয়ার। এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চবার বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। তবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা তাদের হাতছাড়াই ছিল। অবশেষে ট্রফি জয়ের বৃত্তটা সম্পূর্ণ হল অস্ট্রেলিয়ার। ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ট্রফিটাও নিজেদের ক্যাবিনেটে তুলল অস্ট্রেলিয়া। আইসিসি ওডিআই, টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এহং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর তাতেই সকলকে অনেকটা পিছনে ফেলে দিল অজি বাহিনী।
ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনালে নেমেছিল অস্ট্রেলিয়া। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের কাছে হারের জ্বালা এখনো টাটকা রয়েছে তাদে্র। সেই প্রতিশোধ নেওয়ার সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ যেমন তারা চ্যাম্পিয়ন হয়েছে। তেমনই আইসিসির ট্রফি জয়ের ক্ষেত্রেও এক ইতিহাস তৈরি করেছে অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের প্রথম দল হিসাবে আইসিসির প্রতিটি ট্রফি জেতার রেকর্ড করেছে তারা। ১৯৮৭ সাল থেকে যে দৌড়টা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার, সেই বৃত্তটাই এবার সম্পূর্ণ হল ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে।
ভারতের বিরুদ্ধে প্রথম দিন থেকেই এই টেস্টে দুরন্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই কার্যত ভারতের থেকে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে তুলেছিল অস্ট্রেলিয়া। সেই টপকাতে ব্যর্থই হয়েছিল ভারতীয় দল। প্রথম ইনিংসেপ লিডটাই যে অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটা এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলে নিয়েছে অজি বাহিনী।
অস্ট্রেলিয়ার আইসিসি ট্রফি জয়ের পরিসংখ্যান
১৯৮৭ ওডিআই বিশ্বকাপ জয়ী
১৯৯৯ ওডিআই বিশ্বকাপ জয়ী
২০০৩ ওডিআই বিশ্বকাপ জয়ী
২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী
২০০৭ ওডিআই বি্শ্বকাপ জয়ী
২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী
২০১৫ ওডিআই বিশ্বকাপ জয়ী
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী
২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী
শেষদিন জিততে হলে ভারতীয় দলের প্রয়োজন ছিল ২৮০ রান। সেখানেই ক্রিজে ছিলেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেদের মতো দুই তারকা ক্রিকেটার। ভারতীয় দল শুরুটা বেশ ভালভাবে করেওছিল। কিন্তু বিরাট কোহলিকে স্কট বোলান্ড সাজঘরে ফেরানোর পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। সেইসঙ্গেই ভারতীয় দলের হারের রাস্তাটাও পরিষ্কার হয়েগিয়েছিল। ভারতীয় দলকে ২৩৪ রানে শেষ করে ২০৯ রানে ম্যাচ বৃত্তটা এবার সম্পূর্ণ করল অস্ট্রেলিয়া।
The post প্রথম দল হিসাবে আইসিসির প্রতিটি ট্রফি জয়ের ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া appeared first on CricTracker Bengali.