এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনারদের তালিকায়রবীন্দ্র জাদেজার নাম রয়েছে। তিনি মাঠে থাকলে যে সবকিছুই সম্ভব, তা ফের একবার বুঝিয়ে দিলেন রবীন্দ্রকক জাগদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচজয়ের কান্ডারীযেমন তিনি। তেমনই সেই ওযেস্ট ইন্ডিজের বিরুদ্ধেই কপিল দেবের রেকর্ড ভাঙলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেই তিন উইকতেট তুলে নেিয়েছেন এই তাারকা ক্রিকেটার।
ভারতীয় দলের হয়ে এই সফরে টেস্ট সিরিজের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাি এখন দেখার। টেস্টের মঞ্চে যেমন তাঁর সামনে বিধ্বস্ত হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। তেমনই ওডিআই সিরিজেও চিত্রটা একেবারে বদলায়নি। সেখানেইএকের পর এক রেকর্ড গড়ে চলেছেন রবীন্দ্র জাদেজা.কপিল দেবের ৩০ বছরের রেকর্ড বেঙে দিলেন ভারতীয়.দলের এই তারকা ক্রিকেটার। তঁকে নিয়েই এই মুহূর্তে উচ্ছ্বসিত সকলে। শেষদুটো ম্যাচে রবীন্দ্র জাদেজা রও কোনও রেকর্ড গড়েন কিনা সেটাইউ এখন দেখার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-তে ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা
এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেই সময় রবীন্দ্র জাদেজা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় স্থানে অনিল কম্বলের সঙ্গে দাঁডিয়ে ছিলেন। কিন্তু ম্যাচ শরু হওয়ার সঙ্গেই রেকর্ডগড়ার রাস্তায়এগিয়ে চলেন রবীন্দ্র জাদেজা। রোমরিও শেফার্ডকে সাজঘরে ফেরানোর পরই কপিল দেবের সেই রেকর্ড ভেঙে দিলেন এি তারকাা ক্রিকেটার। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভার ওডিআই সিরিজে সর্বোচ্চ উইকেটের তালিকায় শীর্ষস্খানে উঠে এলেন রবীন্দ্র জাদেজা।
এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল কপিল দেবের। রবীন্দ্র জাদেজা এদিন যখন মাঠে নামেন লসেই সময় তাঁর উইকেট ছিল ৪১। এরপরই একে একে শিমরণ হেটমায়ার, রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডকে সাজঘরে ফেরানোর সঙ্গেই কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এই মুহূর্তে রবীন্দ্র জাদেজার সামনে রয়েছেন শুধুমাত্র তারকা ক্রিকেটার কুর্টনি ওয়ালশ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওওডিআই সিরিজে এই মুহূর্তে ৪৪ উইকেট ননিয়ে শীর্ষস্থানে রয়েছঠেন তিনিই। তবে সামনে রয়েছে আরও দুটো ওডিাই ম্যাচ। সেখানে জাদেজা সেই রেকর্ড ভেঙে দিলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে নায়
জাাদেজার বলের জাদুতে মাত্র ১১৪ রানেই সেষ হয়ে গিয়েচিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বার্বাডোজে ভারতীয় দলের ব্যাটাররাও যেখুব একটা ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তেমনটা কিন্তু নয়। ১১৪ রান তাাড়া করতে গিয়ে পাংচ উইকেট খোয়াতে হয়েছে ভারতীয় দলকে। শুধু তাই নয় ব্যর্থ হয়েছেন শুভমন গিল. হার্দিক পান্ডিয়াদের মতো ব্যটাররাও। তবে ঈশান কিষাণ কিন্তপ ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। ৫ উইকেটেই এই ম্যাচজিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।
The post প্রথম ওডিআইতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কপিল দেবের রেকর্ড ভাঙলেন রবীন্দ্র জাদেজা appeared first on CricTracker Bengali.