BJ Sports – Cricket Prediction, Live Score

প্রথম এগারোয় রয়েছেন ফাফ ডু প্লেসিস, তবুও অধিনায়কের ভূমিকা পালন করছেন বিরাট কোহলি

#image_title

Virat Kohli. (Photo Source: Jio Cinema)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৭ তম ম্যাচে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই ম্যাচে আরসিবির অধিনায়কের ভূমিকা পালন করছেন বিরাট কোহলি, কারণ ফাফ ডু প্লেসিস ফিল্ডিং করতে পারবেন না। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে চোট পেয়েছিলেন ডু প্লেসিস। তাই তিনি ব্যাট হাতে নিজের ভূমিকা পালন করতে পারলেও অধিনায়কত্ব করতে পারবেন না। দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ারকে তার পরিবর্তে মাঠে আনা হবে।

চেন্নাই সুপার কিংসেই বিরুদ্ধে চোট পাওয়ার পর সেটি থেকে এখনও পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে পারেননি বিরাট কোহলি। ২০২১ সালের মরসুমে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট। এক মরসুম পর আবার তাকে আরসিবিকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। বিরাট টসের সময় ডু প্লেসিসের বর্তমান পরিস্থিতির কথা জানান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বৈশাখ বিজয়কুমার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তার পরিবর্তে মাঠে আসবেন।

টসের সময় বিরাট কোহলি বলেন, “ফ্যাফ সম্ভবত আজ ফিল্ডিং করতে পারবেন না, তাই তিনি একজন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে খেলবেন, বৈশাখ বোলিংয়ের সময় তার পরিবর্তে মাঠে আসবেন। আমরা যেটা চেয়েছিলাম সেটাই করতে পারব, আমরা প্রথমে ব্যাট করতাম, পিচ স্লো হতে পারে। পিচে কিছু স্ক্রাফ চিহ্ন আছে, ম্যাচ যত এগিয়ে যাবে বোলাররা তত সাহায্য পাবেন। এই মুহূর্তে আমরা নিজেদের ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাই। আমরা ক্রাঞ্চ পরিস্থিতির সদ্ব্যবহার করার চেষ্টা করব। আমরা টুর্নামেন্টে এখনও পর্যন্ত এটা করতে পারিনি।”

প্ৰথমে ব্যাটিং করে ১৭৪ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আরসিবির দুই ওপেনার ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি মিলে ১৩৭ রানের পার্টনারশিপ করেন। ডু প্লেসিস এবং বিরাট যথাক্রমে ৫টি চার ও ৫টি ছয় সহ ৫৬ বলে ৮৪ রান এবং ৫টি চার ও ১টি ছয় সহ ৪৭ বলে ৫৯ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল প্ৰথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

হারপ্রীত ব্রার ৩ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। আর্শদীপ সিং এবং নাথান এলিস যথাক্রমে ৪ ওভারে ৩৪ রান এবং ৪ ওভারে ৪১ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

 

The post প্রথম এগারোয় রয়েছেন ফাফ ডু প্লেসিস, তবুও অধিনায়কের ভূমিকা পালন করছেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.

Exit mobile version