BJ Sports – Cricket Prediction, Live Score

প্যাট কামিন্সের বিধ্বংসী ইনিংসে জয়ী অস্ট্রেলিয়া, দলের জয়ে আপ্লুত অজি অধিনায়ক

 প্যাট কামিন্সের বিধ্বংসী ইনিংসে জয়ী অস্ট্রেলিয়া, দলের জয়ে আপ্লুত অজি অধিনায়ক

#image_title

Pat Cummins. ( Image Source: Twitter )

ক্রিকেটের মঞ্চে অন্যতম প্রাচীন লড়াই অ্যাশেজ। সেই মঞ্চে বরাবরি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড়কে হাড্ডহাড্ডি লড়াই করতেই দেখা গিয়েছে। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারেনি ইংল্যান্ড। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের দুরন্ত পারফরম্যান্সের সামনে হার মানতেই হয়েছিল ইংল্যান্ডকে। এজবাস্টনে প্রথম দিন তেকেই জমজমাট ছিল ম্যাচ। সে্খানেই শেষদিনেই বাজিমাত করল অস্ট্রেলিয়া। দলকে এমন জয় এনে দিতে পেরে আপ্লুত প্যাট কামিন্সও।

পঞ্চম দিমের শুরু থেকেই ছিল বৃষ্টির ভ্রুকুটি। শেষ দিন অস্ট্রেলিয়ার জয়ের জন্য তখন প্রয়োজন ছঠিল ১৭৪ রান। কিন্তু বৃষ্টির জন্য সংশয় কিছুতেই কাটছিল না। ম্যাচ শুরু হলেও সেই তেকেই টানটান উত্তেজনা ছিল। যদিওম্যাচের আসন ক্লাইম্যাক্স অবশ্য বাকি ছিল একেবারে শেষের দিকেই। সেখানেই প্যাট কামিন্স ছিলেন বিধ্বংসী মেজাজে। তিনি যখন ব্যাটিং করতে আসেন সেই সময় অস্ট্রেলিয়ার বাকি ছিল জয়ের জন্য ৭২ রান। সেখানেই বিধ্বংসী মেজাজে ছিলেন অস্ট্রেলিয়ার  অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানের ইনিংস খেলেছেন প্যাট কামিন্স

ন্যাথান লিয়নকে সঙ্গে নিয়েই লড়াইটা শুরু করেছিলেন তিনি। এর আগেও আইপিএলের মঞ্চে প্যাট কামিন্সের ব্যাট থেকে বিধ্বংসী ইনিংস দে্খা গিয়েছে। সেই ঝলক এবার অ্যাশেজের মঞ্চেও দেখালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।৪৪ রানের অপরাজিত ইনিংস কেলেই অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত ইংল্যান্ডের সমস্ত আশা শেষ। ঘরের মাটে অ্যাশেজের শুরুতেই পিছিয়ে গেল ব্রিটিশ বাহিনী। এমন ভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জেতাতে পেরে আপ্লুত প্যাট কামিন্সও।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন, “এমনভাবে ম্যাচ জেতাতে পেরে সত্যিই আমি অনন্দিত। এই পিচও যথেষ্ট ভাল ছিল।  এদিনের পিচে ভয়ের কিছুই ছিল না। সেই সময় থেকেই আমি বুঝে গিয়েছিলাম  যে ম্যাচ আমাদের হাতেই ছিল”।

উসমান খোয়াজা ৬৫ রানের ইনিংস খেললেও তাঁকে সাজঘরে ফেরাতে সক্ষম হয়েছিলেন ইংল্যান্ডের বোলাররা। যদিও লড়াইটা অস্ট্রেলিয়া চালিয়ে যাচ্ছিল। অ্যালেক্স ক্যারি ফিরে য়াওয়ার পরই ইংল্য়ান্ড শিবিরে আশার আলো দেখা গিয়েছিল। সেই সময়ই ক্রিজে এসেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। হাল চাড়তে এদিন নারাজ ছিলেন তিনিও। ন্যাথান লিয়নকে নিয়েই সুরু হয়েছিল তাঁর লড়াইটা।  শুরু থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাঁর ৪৪ রানের ইনিংস জুড়ে রয়েছে ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। আর তাতেই বাজিমাত অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডকে হারিয়ে ১-০ এগিয়ে গেল অজি বাহিনী।

The post প্যাট কামিন্সের বিধ্বংসী ইনিংসে জয়ী অস্ট্রেলিয়া, দলের জয়ে আপ্লুত অজি অধিনায়ক appeared first on CricTracker Bengali.

Exit mobile version