BJ Sports – Cricket Prediction, Live Score

পোষ্যদের সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কাটলেন এমএস ধোনি

 পোষ্যদের সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কাটলেন এমএস ধোনি

#image_title

MS Dhoni. (Photo Source: Instagram)

গত শুক্রবারই ৪২-এ পা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁপ জন্মদিন ঘিরে যে অগণিত ভক্তদের মধ্যে কৌতূহল থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এমঅএস ধোনির জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় সেদিন শুভেচ্ছা বার্তার ঢল নেমেছিল। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা সকলেই নানারকমভাবে এমএস ধোনিকে তাংকর জন্মদিনের শুভেচ্ছা ছিল। সেইসঙ্গেই সকলের আরও একটা কৌতূহল ছিল যে এই বিশেষ দিনটা এমএস ধোনি নিজে কীভাবে কাটাচ্ছেন। অবশেষে সেই ভিডিওটাই এল সকলের সামনে। পোষ্যদের সঙ্গেই জন্মদিনেরক কেক কাটলেন এমএস ধোনি।

এমন ভিডিও দেখে যে সকলেই আপ্লুত হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই ভিডিও যে ভাইরাল হতেও খুব একটা বেশী সময় নেয়নি তাও বেশ স্পষ্ট। এমএস ধোনি কখন কী করবেন তা করোর পক্ষেই জানা সম্ভব নয়। এবারও তার অন্যথা হয়নি। কয়েকদিন আগেই আইপিএল সেষ হয়ে গিয়েছে। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন এমএস ধোনি। গত শুক্রবার তাঁর জন্মদিনটাও অন্যরকমভাবেই পালন করলেন এই তারকা ক্রিকেটার। নিজের পোষ্যদের সঙ্গেই কেক কাটলেন তিনি। তাদের সঙ্গেই খোশ মেজাজে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

এমএস ধোনির হাত ধরেই পঞ্চম আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সউল অধিনায়ক এমএস ধোনি। তাঁর হাত ধরেই সবচেয়ে বেশী ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে এমএস ধোনিকে প্রথখমবার ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। প্রথমেই কঠিন দায়িত্ব ওঠে তাঁর ওপর। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব উঠেছিল মহেন্দ্র সিং ধোনির কাঁধে। প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছিলেন তিনি। তাঁর হাত ধরে প্রথমবারই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।

Thala’s birthday gift 🎥💛#CelebratingThala #WhistlePodu 🦁 @msdhoni pic.twitter.com/ElFnwf6PoS

— Chennai Super Kings (@ChennaiIPL) July 8, 2023

এরপর থেকে সাফল্যের রাস্তা ধরে এমএস ধোনি ক্রমশই এগিয়ে গিয়েছেন। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল ভারতীয় দলের। এমএস ধোনির হাত ধরেই সেই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেখানেি ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রধান কারিগড় ছিলেন এমএস ধোনি। ফাইনালের মঞ্চে তাঁর সেই পারফরম্যান্স এখনও যেন সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ধোনির জবন্মদিন যে সকলের কাছেই অত্যন্ত প্রিয় তা বলার অপেক্ষা রাখে না।

এমএস ধোনির জন্মদিন সকলের কাছেই বিশেষ একটা দিন। অবশেষে সকলের কৌতূহল এবার মিটল সকলের। নিজের পোষ্যদের সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কটলেন ক্যাপ্টেন কুল।

The post পোষ্যদের সঙ্গে নিয়েই জন্মদিনের কেক কাটলেন এমএস ধোনি appeared first on CricTracker Bengali.

Exit mobile version