BJ Sports – Cricket Prediction, Live Score

পেশীতে চোট নিয়েও কেন রানার নিতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল? জেনে নিন

পেশীতে চোট নিয়েও কেন রানার নিতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল? জেনে নিন

#image_title

Glenn Maxwell. ( Image Source: Twitter )

মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে এক অসাধারণ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের সেই পারফরম্যান্সের কথা এখনও সকলের মুখে মুখে ঘুরছে। পেশীতে চোট, রান না নিতে পারা, তবুও মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেননি গ্লেন ম্যাক্সওয়েল। বারবার মাঠে লুটিয়ে পড়েছিলেন এই তারকা ক্রিকেটার।  সেই সময়. প্রশ্নও উঠতে শুরু করেছিল তাঁর রানার না নেওয়ার ব্যপারে। এমন পরিস্থিতিতেও কেন গ্লেন ম্যাক্সওয়েল রানার নিতে পারেননি সেই প্রসঙ্গেই জেনেন নিন এখানে। আইসিসির নিয়মের জন্যই নাকি পেশীতে চোট নিয়েও মাঠে থাকতে হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে।

আগে  হামেশাই ব্যাটারদের বাড়তি রানার নেওয়ার চিত্র দেখা যেত ক্রিকেটের বাইশগজে।  চোট হলে বা কোনওরকম সমস্যা হলে ব্যাটারের বাড়তি রানার নেএয়ার নিয়ম ছিল। কিন্তু সম্প্রতি সেই সনিয়চটম তুলে দিয়েছে আইসিসি। তাদের মতে বাড়তি রানার নলে তা অনেকক্ষেত্রেই ফিল্ডারদের সমস্যা তৈরি করতে পারে। সেই কারণে এই নিয়ম তুলে দিতে হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। এই জন্যই আফগানিস্তানের বিরুদ্ধে সমস্যা হলেও শেষপর্যন্ত রানার নিতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল।

খেলার মাঝপথেই পায়ের পেশীতে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

চলতি ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রপথম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ইনিংস খেলার সময় নানান সমস্যারসম্মুখীনও হতে হয়েছে তাঁকে। শেষের দিকে পাঁচ থেকে ছয় ওভার তো কোনওরকম শর্টরানও নিতে পারছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে একবার মাঠ ছাড়ার পরামর্শও দিতে দেখা গিয়েছিল। আইসিসির নিয়মের জেরে রানার নেওয়.ার কোনওরকম সুযোগ ছিল না গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। কিন্তু মাঠ ছেড়ে যাননি এই তারকা ক্রিকেটার। দাঁড়িয়েই একের পর এক বড় শট হাঁকিয়ে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাতেই আপ্লুত সকলে।

এবারের বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া সুরুটা ভালভাবে করতে না পারলেও, সময় যত এগিয়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত অস্ট্রেলিয়ার। কিন্তু সেখানেই অজুদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আফগান বোলাররা। ২৯২ রানের জবাবে ব্যাটং করতে নেমে ৯১ রানের মদ্যে সাত উইকেট হারিয়ে একসময় অস্ট্রেলিয়া খাদের কিনারে চলে গিয়েছিল। সেই জায়গা থেকেই ধীরে ধীরে অস্ট্রেলিয়ার পরিস্থিতি সামাল দিতে শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল। কার্যত একা হাতেই এদিন অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা তৈরি করেছিলেন তিনি।

গ্লেন ম্যাক্সওয়েলের এমন পারফরম্যান্স দেখার পর থেকে তাঁর প্রশংসাই শোনাযাচ্ছে সকলের মুখে। আগামী ম্যাচ গুলোতেও ম্যাক্সওয়েল এই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

The post পেশীতে চোট নিয়েও কেন রানার নিতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল? জেনে নিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version