BJ Sports – Cricket Prediction, Live Score

পিতৃহারা হলেন উমেশ যাদব

 পিতৃহারা হলেন উমেশ যাদব

#image_title

Umesh Yadav. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

ভারতীয় পেসার উমেশ যাদবের বাবা তিলক যাদব ২২শে ফেব্রুয়ারি মহারাষ্ট্রের নাগপুর সংলগ্ন খাপারখেড়া গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ৭৪ বছর। বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিলক যাদব দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

গত কয়েক মাস ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিলক। পারিবারিক সূত্র অনুসারে তাঁর অবস্থা আরও খারাপ হতে শুরু করে এবং তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয় যেখানে তিনি শয্যাশায়ী ছিলেন। উমেশের পাশাপাশি তিলক যাদবের আরও দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। মহারাষ্ট্রের নাগপুর জেলায় কোলার নদীর ঘাটের কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

তিলক যাদব কুস্তির প্রতি অনুরাগী ছিলেন

স্পোর্টস তকের প্রতিবেদন অনুযায়ী, তিলক যাদব কুস্তির প্রতি অনুরাগী ছিলেন। এমনকি তিনি নিজেও একজন বিখ্যাত পেশাদার কুস্তিগীর ছিলেন। উত্তরপ্রদেশের পাদরাউনা জেলার পোখরভিন্দা গ্রাম থেকে চাকরির খোঁজে ছোটবেলায় নাগপুরে এসেছিলেন তিনি। ওয়েস্টার্ন কোল ফিল্ডে কাজ করতেন এবং চাকরির কারণে খাপারখেড়াতে অবস্থিত ভালনি খনিতে তাঁর পরিবারের সঙ্গে থাকতেন।

উমেশ যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের অংশ। দিল্লিতে আয়োজিত দ্বিতীয় টেস্টে ভারত ছয় উইকেটে জিতে যাওয়ার পরে সব খেলোয়াড়কে নয় দিনের বিরতি দেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় খেলোয়াড়রা একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি পেয়েছেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

সমস্ত প্রয়োজনীয় আচার-অনুষ্ঠান শেষ করে উমেশ ১লা মার্চ থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের জন্য জাতীয় দলে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। প্রথম দুটি ম্যাচের একাদশে খেলার সুযোগ পাননি উমেশ যাদব। উভয় টেস্টেই পেসারদের চেয়ে স্পিনারদের আধিপত্য ছিল বেশী এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট দুই পেসার হিসেবে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের উপরে ভরসা রেখেছিল। এখন দেখার তৃতীয় টেস্টের জন্য উমেশকে দলে ফেরানো হয় কিনা।

The post পিতৃহারা হলেন উমেশ যাদব appeared first on CricTracker Bengali.

Exit mobile version