BJ Sports – Cricket Prediction, Live Score

পারফর্ম করলেও যথাযথ মান পাচ্ছেন শার্দূল ঠাকুর, মনে করছেন আকাশ চোপড়া

 পারফর্ম করলেও যথাযথ মান পাচ্ছেন শার্দূল ঠাকুর, মনে করছেন আকাশ চোপড়া

#image_title

Shardul Thakur. ( Image Source: BCCI )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনেরক সিরিজে প্রথম থেকেই ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন শার্দূল ঠাকুর। নিজেকে প্রতিমি ম্যাচেই কার্।ত প্রমাণ করেছেন এই তারকা ক্রিকেটার. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্েদে সদ্য সেষ হওয়া একদিনের সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইইকেটও পেয়েছেন তিনিই। কিন্তু সেই শার্দূল ঠাকুরকেই নাকি যথাযথ মান দেওয়া হচ্ছে না।এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে যতটা মান এই শার্দূল ঠাকুরের পাওয়া উচিত্ ছিল এই সিরিজে ততটা নাকি পাননি শার্দূল ঠাকুর।

দ্বিতীয় ম্যাচ থেকেই বল হাতে দুরন্ত ফর্মে চিলেন ভারতীয় দলের তারকা বোলার। দ্বিতীয় ম্যাচে শার্দূল ঠাকুর একাই তুলে নিয়েছিলেন তিন উইকেট। যদিও সেই ম্যাচেজিততে পারেনি ভারতীয় দল। সেি ধারা তৃতীয় ওডিই ম্যাচেও ধরে রেখেছিলেন তিনি। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুললেও সেখানে যে শার্দূল ঠাকুরের বোলিং পারফরম্যান্স ভারতীয় দলকে অনেকটাই সাফল্যের রাস্তায় এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষ ওডিআই ম্যাচে শার্দূল ঠাকুর একাই তুলে নিয়েছিলেন  চারটি উইকেট।

শেষ ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেট পেয়েছিলেন শার্দূল ঠাকুর

শার্দূলের বোলিংয়ের সৌজন্যেই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআ তাসের ঘরেরক মতো ভেঙে পড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এই শার্দূল ঠাকুরকে নিয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য করেছেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে শার্দূল ঠাকুরের এমন পারফরম্যান্সের জন্য যে ক্রেডিট পাওয়ার কথা ছিল তা নাকি একেবারেই তিনি পাননি। সামনেই রয়েছে বিশ্বকাপের আসর। সেখানে শার্দূল ঠাকুর ভারতীয় দলে সুযোগ পান কিনা সেটাই দেখার।

শার্দূল ঠাকুরকে নিয়ে আকাশ চোপড়া জানিয়েছেন, “গত ম্যাচেও শার্দূল ঠাকুর তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। যেভাবে তিনি বোলিং করেছিলেন তাতে খুবই কম মান পেয়েছিলেন শার্দূল ঠাকুর। আমি সেটাই বারবার খুঁজে বের করার চেষ্টা করছি যে কেমনভাবে তিনি উইকেট তুলে নিচ্ছেন এবং কতটা এক্সপেন্সিভ হয়ে উঠছেন তিনি”।

২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী উইকেট তুলে নিয়েছেন শার্দূল ঠাকুর। এখনও পর্যন্ত ৫২ টি উইকেট পেয়েছেন তিনি।জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ সামিদেরও পিছনে ফেলে দিয়েছেন শার্দূল ঠাকুর। চলতি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট শিকারী এই শার্দূল ঠাকুর।  টি টোয়েন্টিতেও তিনি এই একই ফর্ম দেখাতে পারেন কিনা সেটাই দেখা উচিত্।

The post পারফর্ম করলেও যথাযথ মান পাচ্ছেন শার্দূল ঠাকুর, মনে করছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version