Shubman gill, Yashasvi jaiswal & Rashid khan. ( Image Coutsey: Twitter )
দুই মাসের ক্রিকেটের উতসব শেষ। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গুজরাত টাইটানি্সের ঘরের মাটে তাদের হারিয়ে চ্যাম্পিয়নের তকমা গায়ে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ মুহূর্তে নাটকীয় ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে এবারের আইপিএলের ট্রফি হাতে তুলেছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই ধোনির সাফল্যের মঞ্চে নায়ক রবীন্দ্র জাদে্জা। শেষ দুই বলে একটি ছয় ও একটি বাউন্ডারিতেই শেষ হয়ে গিয়েছিল গুজকরাত টাইটান্সের সমস্ত আশা। সেইসঙ্গেই পাঁচবার আইপিএল চ্য়াম্পিয়ন হওয়ার নজির গড়েছে চেন্নাই সুপার কিংস।
প্রায় চার বছর পর এবারের আইপিএল ঘরের মাটে ফের পুরনেো ছন্দে ফিরেছিল। হোম ও অ্যাওয়ে ভিত্তিতেই এবার ফের দেখা গিয়েছে আইপিেলের ম্যাচের ৭৪ ম্য়াচের প্রতিযোগিতা ঘিরে প্রতিদিন ছিল টানটান উত্তেজনা। সেখানে প্রতিদিনই কোনও কোনও ক্রিকেটার নিজের দুর্ধর্ষ পারফরম্য়ান্স প্রদরক্শন করেছেন। যদিও এবারের আইপিএলে সেরা পারফর্মার যদি কাওকে বলতে হয় তবে শুভমন গিল ছাড়া কারোর নামই নেয়া যাবে না।
আইপিএল শেষ গলেও সেই রেশ যে এখনও সকলের মধ্যে রয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই সকলের পারফরম্যান্স দেখে বেছে নেওয়া হয়েছে এবারের আইপিএলের সেরা একাদশ। সেখানেই ব্যাটিংয়ে য়েমন সেরা তারকারা রয়েছেম। তেমনই বোলিংয়েও রয়েছেন এবারের আইপিএলে নজর কাড়া পারফর্মাররা। শুভমন গিল থেকে রশিগ খান সহ, মহম্মদ সামি, সিরাজরাও জায়গা করে নিয়েছেন সেই দলে।
আইপিএলের সেরা একাদশ
শুভমন গিল
ফাফ ডুপ্লেসি ( অধিনায়ক )
সূর্যকুমার যাদব
হেনরিখ ক্লাসেন
মাার্কাস স্টয়নিস
রিঙ্কু সিং
রশিদ খান
আক্ষর পটেল
মহম্মদ সিরাজ
মহম্মদ সামি
মোহিত শর্মা
এবারের আইপিএলে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের পাশাপাশি তিনটি সেঞ্চুরী রয়েছে শুভমন গিলের। গুজরাত টাইটান্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন েই তারকা ক্রিকেটার। একইসঙ্গে সেই সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন ফাফ ডুপ্লেসি। দুজনই এবারের আইপিএলের নিজডেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স লিগ পর্ব টপকাতে না পারলেও তাদের হয়ে যে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন রিঙ্কু সিং, তা বলার অপেক্ষা রাখে না।
এবারের আইপিেলের মঞ্চে অন্যতম সেরা ফিনিশার হিসাবে দেখা গিয়েছে এই তকুণ ক্রিকেটারকে। সেইসঙ্গে বল হাতে মহম্মদ সামি এবং মোহিক শর্মা ছিলেন দুরন্ত ফর্মে। এই দুই তারকা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট। পার্পল ক্যাপ মাথায় তুলে নিয়েছেন মহম্মদ সামি। তাঁর পিছনেই রয়েছেন মোহিত শর্মা। অল রাউন্ডার হিসাবে নিজেদের পারফরম্যান্স প্রমাণ করছেন রশিদ খান এবং অক্ষর পটেল। এই সকল ক্রিকেটারদের নিয়েই প্রস্তুত হল সেরা একাদশ।
The post পারফরম্যান্সের নীরিখে দেখে নেওয়া যাক এবারের আইপিএলের সেরা একাদশ appeared first on CricTracker Bengali.