BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার পারফরম্যান্সে মুগ্ধ রবি শাস্ত্রী

#image_title

Shubman Gill and Rohit Sharma. (Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

প্রথম ম্যাচে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম়ঞ্চেই বিদ্বংসী মেজাজে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। পাকিস্তানের তারকা বোলিং লাইনআপের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধেই ফের একবার জ্বলে উঠলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। ভারত অধিনাকের এই পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন প্রাক্তন কোচ তথা তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী। এদিন রোহিত শর্মার ব্যাটিং দক্ষতা দেখার পর থেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রবি শাস্ত্রী।

এদিন ভারতকে প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। লক্ষ্যটা ছিল ভারতীয়দলের ওপেনিং অরক্ডারকে এদিনও তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে দেওয়া। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। নেপালের পর পাকিস্তানের বিরুদ্ধেও দুর্ধর্ষ ফর্মে ছিলেন  রোহিত শর্মা। শাহিন আফ্রিদি থেকে নাসিম শাহ, কেউই এদিন রোহিত শর্মার সামনে দাঁড়াতে পারেননি। তাঁকে নাসিম শা নানান চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও ভারতীয়দলের অধিনায়ক এদিন সেই ফাঁদে পা দেননি। তেমনই কোনও খারাপ বলেও বড় শট মারতেও ছাড়েননি  রোহিত শর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে ৪৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা

এদিন শাহিন আফ্রিদির বিরুদ্ধে বড় শট খেলেই শুরুটা করেছিলেন তিনি। আর সেই থেকেই একের পর এক বড়শট এদিন বেড়িয়ে এসেছিল রোহিত শর্মার ব্যাট থেকে। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন আকের করুণ ক্রিকরেটার শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে সেঞ্চুরী পার্টনারশিপ তৈরি করেছিলেন তারা। সেটাই যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের বড় রাের রাস্তাটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মার সেই পারফরম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

তিনি জানিয়েছেন, “এদিন রোহিত শর্মা একটিও খারপ বল মিস করেননি। আর সেটা থেকেই একটা ধারণা খুব ভালবাবে বোঝা যায় যে বোলাররা যত ভালই বোলিং করুক না কেন, সেখানে তারা যদি একটাও ভুল করেন সেটাই আমি্ ছয় কিংবা চার মারব”।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে ৪৯ লবলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। এখনও পর্যন্ত ম্যাচে যে কটা ওভার বাউন্ডারি হয়েছে সেটা এই রোহিত শর্মার ব্যাট থেকেই দেখা গিয়েছে। এদিন রোহিত শর্মার ৫৬ রানের ইনিংস জুড়ে রয়েছে ৬টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারি। দ্য হিটম্যানের এই পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী।

The post পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার পারফরম্যান্সে মুগ্ধ রবি শাস্ত্রী appeared first on CricTracker Bengali.

Exit mobile version