এশিয়া কাপ ২০২৩-এর তৃতীয় ম্যাচে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় রোহিত বলেন যে শ্রেয়াস আইয়ার প্ৰথম একাদশে জায়গা করে নিয়েছেন। পিঠের চোটের কারণে তিনি বহুদিন দলের বাইরে ছিলেন। উল্লেখযোগ্যভাবে, অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে দলে রাখেনি ভারত। তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুর প্ৰথম একাদশে সুযোগ পেয়েছেন। দলের বাকি দুইজন পেসার হলেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। শার্দুল ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন। সেই কারণেই তাকে পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম একাদশে রাখা হয়েছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের এই সিদ্ধান্তটি দেখে খুশি হননি। তার মতে শার্দুল ঠাকুরের সংযোজন ভারতীয় দলের ব্যাটিংয়ের নিরাপত্তাহীনতাকে প্রকাশ করেছে।
টসের পর স্টার স্পোর্টসে সঞ্জয় মঞ্জরেকর বলেন, “শার্দুল ঠাকুরের চেয়ে মহম্মদ শামি পাকিস্তানের জন্য বেশি ভয়ঙ্কর হতেন। আপনি ব্যাটিংয়ের গভীরতার কথা ভাবছেন, তবে বোলিংয়ের গভীরতাও গুরুত্বপূর্ণ। এটি আপনার ব্যাটিংয়ের নিরাপত্তাহীনতা দেখায়।”
ইতিমধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে ভারত
ভারত ব্যাটিং করতে নামার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি থামার পর ব্যাট করতে নেমে সমস্যার মধ্যে পড়ে যায় ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি শাহীন আফ্রিদির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, নিজের কামব্যাক ম্যাচে খুব বেশি রান করতে পারলেন না শ্রেয়াস আইয়ার। তিনি হারিস রউফের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি যথাক্রমে ২২ বলে ১১ রান এবং ৭ বলে ৪ রান করেন। শ্রেয়াস আইয়ার ৯ বলে ১৪ রান করতে সক্ষম হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং ইশান কিষান। শেষমেশ ভারত কত রান করে সেটাই এখন দেখার বিষয়।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল , ইশান কিষান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
পাকিস্তান: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
The post পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিতে মহম্মদ শামি প্ৰথম একাদশে না থাকায় রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সমালোচনা করলেন সঞ্জয় মঞ্জরেকর appeared first on CricTracker Bengali.