BJ Sports – Cricket Prediction, Live Score

পরবর্তী টেস্ট থেকেই অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে, আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল

 পরবর্তী টেস্ট থেকেই অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে, আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল

#image_title

Glenn Maxwell. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

বর্ডার গাভাসকর ট্রফিতে পরপর দুই ম্যাচ হেরে ভারতের মাটিতে সিরিজ জয়ের আসা শেষ অস্ট্রেলিয়ার। এখন তাদের সামনে সম্মান রক্ষার লড়াই। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ১ মার্চ থেকে। সেই ম্যাচ থেকেই অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর ব্যপারে আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের কাছে পরপর দুটো ম্যাচেই শোচনীয় হার হয়েছে অজি বাহিনীর। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে। সেই সময়ই অস্ট্রেলিয়ার পাশে দাঁড়াচ্ছেন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

পরপর দুটো ম্যাচে হারলেও, এখনও হাতে দুটো ম্যাচ রয়েছে। েই দুই ম্যাচেই অস্ট্রেলিয়া বাহিনী ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার এই তারকা অল রাউন্ডার। আগামী ১ মার্চ ভারচের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পরপর টেস্ট সিরিজ জিতলেও, ভারতের বিরুদ্ধে এখবনও পর্যন্ত সেই পারফরম্যা্ন্স দেখাতে ব্র্থই হয়েছে অস্ট্রেলিয়া।  ভারতীয় স্পিন আক্রমণের সামনে কার্যত অসহায়ের মতো আত্ম সমর্পন করতেি দেখা গিয়েছে এই মুহূর্তে বিশ্বের এক নম্বরে টেস্ট দলকে।

পরপর দুই ম্যাচে ভারতের কাছে ২-০ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অষ্বিনের দাপটের সামনে এক ইনিংস ও ১৩২ রানে হেরেছিল তারা। দ্বিতীয় টেস্টে অবশ্য খানিকটা ছন্দে ছিল অজি বাহিনী। অন্তত দ্বিতীয় দিন পর্যন্ত ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচের রাশ তাদের হাতেই ছিল। কিন্তু তৃতীয় দিন রবীন্দ্র জাদেজাই সমস্ত হিসাবটা বদলে দিয়েছিলেন। একাই সাত উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও ম্যাক্সওয়েল কিন্তু আশাবাদী অস্ট্রেলিয়াকে নিয়ে।

এই প্রসঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, “আমর মনে হয় সেই বার্তা অস্ট্রেলিয়া শিবিরের কাছে পৌঁছে গিয়েছে। কোন কোন পরিস্থিতি গুলো নিজেদের আয়ত্তে রাখতে হবে এবং কেমনভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমার মনে হয় বিশেষ করে তৃতীয় দিনে শুরুর দিকে আমরা খানিকটা এগিয়েই ছিলাম। আর ভারতের মতো দেশের বিরুদ্ধে তাদের মাঠে কোনও পর্যায়ে এগিয়ে থাকাটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভাল চিহ্ন। আমি একেবারে নিশ্চিত যে পরবর্তী ম্যাচ থেকেই অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াবে”।

ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট সারিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় অস্ট্রেলিয়া শিবিরে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। টেস্ট সিরিজের পরই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে অস্ট্রেলিয়া।

The post পরবর্তী টেস্ট থেকেই অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে, আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল appeared first on CricTracker Bengali.

Exit mobile version