Virender Sehwag. (Photo by MONEY SHARMA/AFP via Getty Images)
পঞ্জাব কিংসকে হারিয়েই জয়ের সরণীতে ফিরেছে গুজরাত টাইটান্স। সেই মঞ্চেই ব্যাট হাতে ৬৭ রানের ইনিংসও খেলেছেন শুভমন গিল। যদিও শেষপর্যন্ত মাঠে থাকতে পারেননি তিনি। কিন্তু এই ম্যাচে তাঁর পারফরকম্যান্স নিয়েই খানিকটা অসন্তুষ্ট প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। শুভমন গিল অর্দশতরানের ইনিংস খেললেও, তাঁর ধীরগতির ক্রিকেটই যেন বীরেন্দ্র সেওয়াগের গলায় সমালোচনা সুর এনে দিয়েছে। প়্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচে শুভমন গিলের স্ট্রাইকরেট নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার।
বীরেন্দ্র সেওয়াগের মতে অর্ধশতরান পাওয়ার পরই শুভমন গিল বেশ আক্রমণাত্মক পারফর্ম্যান্স দেখানো শুরু করেছিল। সেই আক্রমণাত্মক ক্রিকেটটাই তিনিযদি আগে থেকে খেলতে পারতেন তবে ম্যাচ নাকি শেষবল পর্যন্ত যেতোই না। এদিন ৪০ বলে নিেজের অর্ধশতরান করেছিলেন সুভমন গিল। তারপর বাকি ৯ বলে কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই দেখা গিয়েছিল গুজরাত টাইটান্সের তারকা ওপেনারকে। আর এই জায়দাটা নেিয়েই যেন অসন্তুোষের সুর শোনা গিয়েছে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৯ বল খেলে ৬৭ রানের ইনিংস কেলেছিলেন শুভমন গিল। সেখানে তাঁর অর্ধশতরানের সংখ্যায় পৌছতে যে সময় লেগেছে সেটাই মেনে নিতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে শেষ ৯টি বল যেভাবে তিনি খেলেছিলেন, সেই পারফরম্যান্সই শুভমন গিলের দেখানো উচিত্ ছিল। এগিন অবশ্য শুভমন গিল যখন সাজঘরে ফেরেন, সেই সম. গুজরাত টাইটান্সের জয়টা ছিল সময়ের অপেক্ষা। কম রানের ম্যাচ হলেও শেষবল পর্যন্ত সেই ম্যাত গড়ানোর জন্য শুভমন গিলকেই দায়ী করছেন বীরেন্দ্র সেওয়াগ।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “শুভমন গিল এদিন ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। কিন্তু কত বলে তিনি অর্ধশতরানে পৌঁছেছিলেন? সম্ভববত ৪১ থেকে ৪২ বল খেলে তিনি অর্ধশতরানে পৌঁছেছিলেন। এরপরই শেষ ৭ থেকে ৮ বলে শুভমন গিল বেশ রানের গতি বাড়িয়েছিলেন। আরও ১৭ রান করেছিলেন। তাঁর অর্ধশতরানের পরই সেই আক্রমণাত্মক পারফরম্যান্স এসেছিল। যদি সেটা না হত, তবে শেষ সাত বলে ১৭ রান বাকি থাকত গুজরাত টাইটান্সের”।
শুভমন গিল আউট হওয়ার পরই মাঠে এসেছিলেন এদিন রাহুল তেওয়াটিয়া। সেই সময় গুজরাত টাইটান্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ বলে ৫ রান। স্যাম কারাণ চেষ্টা করলেও অবশ্য শেষরক্ষা করতে পারেননি। রাহুল তেওয়াটিয়ার হা্ত ধরেই ম্যাচ জিতে নিয়েছিল গুজরাত টাইটান্স।
The post পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুভমন গিলের স্ট্রাইকরেট নিয়ে অসন্তুষ্ট বীরেন্দ্র সেওয়াগ appeared first on CricTracker Bengali.