Punjab Kings. (Photo Source: IPL/BCCI)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২১ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ২ উইকেটে পরাজিত করল পঞ্জাব কিংস (পিবিকেএস)। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল পিবিকেএস।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। শিখর ধাওয়ান চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। সেই কারণে স্যাম কারান পিবিকেএস দলকে নেতৃত্ব দেন। লখনউ সুপার জায়ান্টাসের দুই ওপেনার কেএল রাহুল এবং কাইল মায়ার্স মিলে প্ৰথম উইকেটে ৫৩ রানের পার্টনারশিপ করেন। মায়ার্স ১টি চার এবং ৩টি ছয় সহ ২৩ বলে ২৯ রান করেন। কেএল রাহুল এই ম্যাচে ভালো রান পেয়েছেন। তিনি ৫৬ বলে ৭৪ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়। এলএসজির দুই ওপেনার বাদে তাদের দলের আর কোনো ব্যাটসম্যান ২০-এর উপরে রান করতে পারেননি। মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন।
দীপক হুডা ৩ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এলএসজির আগের ম্যাচের নায়ক নিকোলাস পুরান এই ম্যাচে কোনো রান করতে পারেননি। ক্রুনাল পান্ডিয়া এবং মার্কাস স্টয়নিস যথাক্রমে ১৭ বলে ১৮ এবং ১১ বলে ১৫ রান করেন। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে লখনউ সুপার জায়ান্টাস। এই ম্যাচে পঞ্জাব কিংসের সবথেকে বোলার ছিলেন অধিনায়ক স্যাম কারান। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। কাগিসো রাবাডা ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার এবং সিকন্দর রাজা ১টি করে উইকেট নেন।
শেষ ওভারে গিয়ে জয় পেল পঞ্জাব কিংস
রান তাড়া করতে নেমে শুরুতেই দুজন ওপেনারের উইকেট হারায় পঞ্জাব কিংস। ম্যাথু শর্ট ৫টি চার এবং ১টি ছয় সহ ২২ বলে ৩৪ রান করেন। হারপ্রীত সিং ভাটিয়া ২২ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। স্যাম কারান এবং জিতেশ শর্মা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। কারান এবং জিতেশ যথাক্রমে ৬ বলে ৬ রান এবং ৪ বলে ২ রান করে আউট হন। সিকন্দর রাজা একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৪টি চার এবং ৩টি ছয় সহ ৪১ বলে ৫৭ রান করে আউট হন।
১৯.৩ ওভারে ৮ উইকেটে ১৬১ রানে পৌঁছনোর মাধ্যমে এই ম্যাচটি জিতে নেয় পঞ্জাব কিংস। শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে পিবিকেএসকে ম্যাচটি জিতিয়ে দেন শাহরুখ খান। তিনি ১০ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। যুধবীর সিং, মার্ক উড এবং রবি বিষ্ণোই তিনজনেই ২টি করে উইকেট নেন। ক্রুনাল পান্ডিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতম ১টি করে উইকেট শিকার করেন। আইপিএলের ১৬ তম সংস্করণে এটি ছিল লখনউ সুপার জায়ান্টাসের দ্বিতীয় পরাজয়।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Shahrukh Khan gets @PunjabKingsIPL over the line 🔥🔥
What a finish to an epic chase 🙌
Scorecard ▶️ https://t.co/OHcd6VfDps #TATAIPL #IPL2023