Aakash Chopra. (Photo Source: Facebook)
সোমবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরিসংখ্যানের বিচারে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে থাকলেও এবারের আইপিএলে প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছি্ল কলকাতার নাইট বাহিনী। ফের সেই প়্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবার অবশ্য ঘরের মাঠে নামছেন নীতিশ রানারা। সেই ম্যাচে নামার আগেই ককাতা নাইট রাইডার্সের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন নাইট রাইডার্স ক্রিকেটার আকাশ চোপড়ার। ইডেনে স্পিনের শক্তিকেই কাজে লাগানোর পরানমর্শ দিয়েছেন তিনি।
শেষ ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে এখন খানিকটা স্বস্তি রয়েছে ককাতা নাইট রাইডার্স শিবির। সানরাইার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে স্পিন আক্রমণই কলকাতা নাইট রাইডার্সের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। এদিনেরক ্ময়াচেও সেই শক্তিই কাজে লাগানোর পরানমর্শ দিচ্েছেন প্রাক্তন এই ক্রিকেটার। ইডেন গার্ডেন্সের পিচে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। এই ম্যাচেও তিনজন স্পিনার খেলানোর পরামনর্শ দিচ্ছেন তিনি। বরুণ চক্রবর্তী, সূয়শ শর্মা এবং সুনীল নারাইনদেরই খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন স্পিনারে খেলার পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া
অ্ন্যদিকে শেষ ম্যাচেদুর্ধর্ষ ব্যাটিং পারফর্ম্যান্স প্রদর্সন করলেও হেরে গিয়েছে পঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ পঞ্জাব কিংসের কাছেও অন্যতম গুরুত্বপূর্ণ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই ম্যাচ জিততে পারলেই আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে তিন নম্বরে পৌঁছে যাবে পঞ্জাব। তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপই যে সেই দিকে এগনোর পথে প্রধান শক্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে পঞ্জাব কিংসকে হারানোর ছক কষতে ব্যস্ত রয়েছে কলকাতা নািট রাইডার্স শিবিরও। এই ম্যাচ জিততে পারলে তারাও ১০ েপয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে যাবে।
নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “ইডেন গার্ডেন্সের বাইশগজে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের স্পিন টু উইন ফর্মুলাই কাজে লাগানো উচিত্। তাদের গলে এমনিতেই তিনজন ভাল স্পিনার রয়েছে। সেইসঙ্গে এবার তাদের দলে রয়েছেন সূয়শ শর্মা। অন্যদিকে প্রতিপক্ষ শিবিরের স্পিন বোলিং লাইনআপ অনেকটাই দুর্বল। সেজন্যই এই ম্যাচ অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে”।
গত ম্যাচে জেসন রয় এবং রহমনুল্লাহ গুরবাজদের দিয়ে ওপেনিং জুটি সাজিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও যে ওপেনিংয়ে তাদের ওপরই ভরসা রাখতে চলেছে কলকাতা নাইট রাইডার্স তা বলার অপেক্ষা রাখে না। গত ম্যাচের জয়ের ধারা কেকেআর এই ম্যাচেও ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে নাইট রাইডার্সকে স্পিন শক্তি কাজে লাগানোর পরামর্শ আকাশ চোপড়ার appeared first on CricTracker Bengali.