BJ Sports – Cricket Prediction, Live Score

ন্যাথান লিয়নের চোট নিয়ে উদ্বেগের সুর স্টিভ স্মিথের গলায়

 ন্যাথান লিয়নের চোট নিয়ে উদ্বেগের সুর স্টিভ স্মিথের গলায়

#image_title

Steve Smith. ( Image Source: Cameron Spencer/Getty Images)

এজবাস্টনে প্রথম টেস্টে দুরন্ত জয় তুলে নিয়ে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। লর্ডসেও লড়াইটে সেই জায়গা থেকেই শুরু করেছিল ব্যাগী গ্রীন বাহিনী দ্বিতীয় দিন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু দ্বিতীয় সেশনের পরই বড়সড় ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়া শিবিরে। পেশীতে বড়সড় চোট পেয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লিয়ন। সেই চোটের জেরেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কার্যত অনিশ্চিতহয়ে পড়েছেন তিনি। অন্তত অস্ট্রেলিয়ার প্রাক্তন অদিনায়র স্টিভ স্মিথের কথার ইঙ্গিত তো তেমনই।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে দুরম্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন স্টিভ স্মিথ। কার্যত তাঁর সেঞ্চুরী ইনিংসে ভর করেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রানের গন্ডী পার করেছিল অজি বাহিনী। শেষপর্যন্ত এই ম্যাচে কী হয় সেটা তো  সময়ইবলবে। তবে  এমন পরিস্থিতিতে ন্যাথান লিয়নের চোটটা যে অস্ট্রেলিয়া শিবিরের কাছে একটা বড়সড় ধাক্কা তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের।  এই ম্যাচে ন্যাথান লিয়ন নামতে পরবেন কিনা তা নিয়েও  নিশ্চিত হতে পারছেন না স্টিভ স্মিথ।

৫০০ উইকেট নেওয়ার থেকে মাত্র ৪ উইকেট দূরে রয়েছেন ন্যাথান লিয়ন

এই ম্যাচেই ন্যাথান লিয়নের মুকুটে উঠেছে নয়া মুকুট। টেস্টের মঞ্চে প্রথম বোলার হিসবে একটানা ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। এছাড়া এই ম্যাচেই তাঁর সামনে টেস্টের মঞ্চে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়ার। ইতিমধ্যে এই ম্যাচে এওকটি উইকেটও তুলে নিয়েছেন ন্যাথান লিয়ন। এখন ৪৯৬টি উইকেটের মালিক তিনি। কিন্তু দ্বিতীয় দিনের শেষের দিকেই কাফ মাসেলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ন্যাথান লিয়নকে। আরেকজনের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেটাই যে গোটা অস্ট্রেলিয়া শিবিরকে চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে স্টিভ স্মিথ জানিয়েছেন, “আমি এখনও পর্যন্ত সেভাবে নজর দিতে পারিনি।  কিন্তু অবশ্যই সেটা খুব একটা ভাল বলে মনে হচ্ছে না। এই ম্যাচে শেষপর্যন্ত তিনি খেলতে পারেন কিনা সেটাই এখন দেখার। এই মুহর্তে আমি একেবারেই নিশ্চিত নই যে তিনি কেমন রয়েছেন। এটা অবশ্যই বলতে পারি যে তিনি যদি সুস্থ না থাকেন, সেটা আমাদের কাছে একটা বড়সড় ধাক্কা। এই ম্যাচে তিনি একটানা ১০০ টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। আমি যতদূর জানি তিনি এই ম্যাচে নিজের গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য মরিয়া ছিলেন”।

এই ম্যাচে একটি উইকেটও তুলে নিয়েছিলেন ন্যাথান লিয়ন। এই মুহূর্তে ৫০০ উইকেট নেওয়ার থেকে মাত্র ৪টি উইকেট নেওয়ার লক্ষ্যে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু মাঠে নামতে পারবেন কিনা সেটাই এখন দেখার।

The post ন্যাথান লিয়নের চোট নিয়ে উদ্বেগের সুর স্টিভ স্মিথের গলায় appeared first on CricTracker Bengali.

Exit mobile version