BJ Sports – Cricket Prediction, Live Score

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগেই বাংলাদেশ শিবিরে যোগ দিলেন সাকিব অল হাসান

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগেই বাংলাদেশ শিবিরে যোগ দিলেন সাকিব অল হাসান

#image_title

Shakib Al Hasan. ( Photo Source: Matt Roberts-ICC/ICC via Getty Images )

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগেই বাংলাদেশ শিবিরের সহ্গে কলকাতায় যোগ দিলেন সাকিব অল হাসান। বিশ্বকাপ চলার মাঝে হঠাত্ই দেশে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। সেই নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। যদিও তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কারণ অবশ্য পরে শোনা গিয়েছিল।  মেন্টরের সঙ্গে বিশেষ প্রস্তুতির জন্যই নাকি দেশে ফিরে গিয়েছিলেন সাকিব অল হাসান।  বিশ্বকাপের মঞ্চে নিজের পারফরম্যান্সের কথা মাথায় রেখেই মেন্টরের সঙ্গে বিশেষ প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের তারকা অধিনায়ক।

ইডেন গার্ডেন্সে এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ। সেখানেই একের পর এক ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশ ব্রিগেডকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে পারলে যে বাংলাদেশ শিবিরে খানিকটা হলেও অক্সিজেন যোগাবে তা বেশ স্পষ্ট। সেই প্রতিযোগিতাতে নামার আগদেই ডাকায় পিরে গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সকাকিব অল হাসান। ভাল পারফরম্যান্স করতে না পারার জন্য মেন্টরের সাহায্য নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার রাতেই কলকাতায়  বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন সাকিব অস হাসান।

তিন দিনের জন্য ঢাকায় ফিরে গিয়েছেন সাকিব অল হাসান

সম্প্রতি বিশ্বকাপে একেবারেই ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না বাংলাদেশ। এমনকী ভাল পারফরম্যান্সও দেখাতে পারছেন না সাকিব অল হাসান। আর তাতেই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। সাকিব সলঅল হাসানের কাঁধেই এবার বাংলাদেশের নেতৃত্বের ভারও রয়েছে। কিনে্তু এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ। তকবে সাকিব অস হাসান সেভৈবে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ ম্যাচেও মাত্র এক রানেই সাজঘরে ফিরেছিলেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার।

এবার ইডেন গার্ডেন্সে নামবে বাংলাদেশ। আগামী ২৮ অক্টোবর ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে বাংলাদেশ শিবির। বিশ্বকাপের সেমিফাইনালের পথে এগোনোর সম্ভাবনা জিইয়ে রাখতে হলে যে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।  তার আগেই নিজের মনোবল ও মানসিক শক্তি বৃদ্ধি ক,রতে মেন্টরের সরণাপন্ন হয়েোছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসান। ঢাকায় ফিরে আপাতত মেন্টর নাজবুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানেই নিজডের প্রস্তুতি চালাচ্ছিলেন সাকিব অল হাসান।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশ্য ধারেভারে এগিয়ে থেকেই নামছে বাংলাদেশ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। এবার তারা কলকাতায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে। সেখানেই সাকিব অল হাসানের হাত ধরে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

The post নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগেই বাংলাদেশ শিবিরে যোগ দিলেন সাকিব অল হাসান appeared first on CricTracker Bengali.

Exit mobile version