Nitish Rana. (Image Source: IPL/BCCI)
হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। এরপরই শুরু হতে চলেছে আইপিএল। সেখানেই আগামী ১ এপ্রিল এবারের আইপিএলে যাত্রা শুর করবে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের পরিবর্তে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন নীতিশ রানা। আর তাতেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। নেতৃত্ব দেওয়ার কোনও অভিজ্ঞতা এখনও পর্যন্ত নেই নীতিশ রানার। এমন প্রতিযোগিতাতাতে কী তিনি পারবেন কেকেআরের মতো দলকে আইপিএলে সাফল্যের রাস্তায় এগিয়ে নিয়ে যেতে। সেই নিয়েই এখন নানান আলোচনা তুঙ্গে রয়েছে।
যদিও নীতিশ রানা কিন্তু এই প্রসঙ্গ নিয়ে একেবারেই চিন্তিত নন। নেতৃত্বের ভারটা তাঁর ওপর পড়লেও তিনি কিন্তু একেবারেই তা নিয়ে চিন্তিত নন। ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গী তিনি। সেই থেকেই নাইট রাইডার্সের নেচৃচ্বের যথেষ্ট কাছে থেকেছেন এই তরুণ ক্রিকেটার কঠিন পরিস্থিতিতেও ভাল পারফম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। এবারও তিনি কার্যত প্রস্তুত রয়েছেন।
শ্রেয়স আইয়ারের পরিবর্তেই এবার নেতৃত্বের দায়িত্ব উঠেছে নীতিশ রানার ওপর
কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনও পর্যন্ত ৭৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেইসঙ্গে এই বাঁহাতি ক্রিকেটারের ঝুলিতে্ রয়েছে ১৭৪৪ রান এবং স্ট্রাইকরেট রয়েছে ১৩০ রান। সেই সমস্ত বিচার করেই এবার নীতিশ রানাকে কেকেআরের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। বেশ কিছু কথা ভেবেোই য়ে েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখনও পরয।ন্ত চারটি মরসুমে প্রতিটিতেই ৩০০ রানের গন্ডী পেড়িয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে ওপেনিংয়েও খেলতে পারেন নীতিশ রানা। সেই সমস্ত বিচার করেই তাঁকে নেতৃ্ত্বের ভার তুলে দেওয়া হয়েছে।
যদিও অধিনায়কত্ব করতে খুব একটা চিন্তিত নন নীকিশ রানা। তিনি জানিয়েছেন, “এটা আমার কাছে একেবারেই নতুন নয়। কারণ শেষ দুই থেকে তিন বছরে নেচতৃতবের গ্রুপের কাছাকাছিই থেকেছি আমি। এবার আমি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছি। শেষ দুই থেকে তিন বছরে আামি নেতৃত্ব গ্রুপের সঙ্গেই থেকেছি, সেজন্য একেবারেই বাড়তি চাপ অনুভব করছি না। এটা মার খেলার জনযও একেবারে সঠিক হবে না। এটা আমার কাছে একেবারেই নতুন কিছু নয়। কারণ আমি চাপ নিয়ে খেলতে ভালবাসি”।
নীতিশ রানাকে যেকোনও পজিশনে খেলানোর একটা বাড়তি সুবিধা রয়েছে। সেইসঙ্গে অফস্পিন করার দক্ষতাও রয়েছে এই তরুণ ক্রিকেটারের মধ্যে। সেই সমস্ত বিচার করেই হয়ত তাঁকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। যদিও আইপিএলের মতো মঞ্চে নেতৃত্ব দেওয়ার দকষতা নেই নীতিশ রানার। তবে এতবড় মঞ্চে তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post নেতৃত্বের চাপ নিতে ভয় পাচ্ছেন না নীতিশ রানা, তাঁর সাফল্যের দিকেই তাকিয়ে সকলে appeared first on CricTracker Bengali.