Prithvi Shaw. (Image Source: Twitter)
২০২৩-এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা টি-২০ সিরিজে দলে থাকার পরেও প্ৰথম এগারোজনের মধ্যে সুযোগ না পাওয়ার ব্যাপারে নিজের মতামত জানালেন ভারতের তরুণ ব্যাটিং তারকা পৃথ্বী শ।
পৃথ্বী শ-র দলে থেকেও একটিও ম্যাচ খেলতে না পারার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেট প্রেমীরা বিভিন্ন ভাবে নিজেদের আবেগ প্রকাশ করেছেন। ভারতীয় দলের পরিচালকবর্গ যেভাবে পৃথ্বী শ-কে খেলানোর ব্যাপারে ক্রমাগত উদাসীনতা দেখাচ্ছে তাতে অনেকেই খুশি নন।
পৃথ্বী শেষবার ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে টি-২০ খেলেছিলেন। তারপর থেকে কোনো ফরম্যাটেই ভারতীয় দলের জার্সি গায়ে তাকে মাঠে খেলতে দেখা যায়নি। নিউজিল্যান্ড সিরিজে তার হাতে ভারতীয় দলের হয়ে খেলার একটি সুযোগ এলেও গোটা সিরিজ জুড়ে তাকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তই নেয় ভারতীয় দল। অবশ্য তাকে বসিয়ে রাখার পেছনে সবথেকে বড়ো কারণ ছিল শুভমন গিলের ফর্ম। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ওডিআই সিরিজে দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেন। সেই কারণেই পৃথ্বীর বদলে শুভমনকেই প্ৰথম পছন্দ হিসেবে দল বেছে নিয়েছিল। ভারত কিউইদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজটি জিতেছিল।
প্রথম এগারোয় সুযোগ না পাওয়ায় কোনো আফসোস নেই পৃথ্বী শ-র
নিউজ২৪স্পোর্টসকে পৃথ্বী শ জানান, “এটা পুরোপুরি তাদের উপর নির্ভর করছে, কখন খেলতে সুযোগ দেওয়া হবে আর কখন হবে না, কিন্তু আমি সেটাকে সম্মান করেছিলাম কারণ সম্ভবত তারা আমার আগে সেই ব্যক্তিকে একটু বেশি সময় দিতে চেয়েছিলেন। সর্বোপরি, আমার কোনো আফসোস নেই। আমি সুযোগের সন্ধান করতে থাকব কারণ ভারতীয় দলের সাথে আমি যে লক্ষ্যগুলি অর্জন করতে চাই তার একটি তালিকা আমার কাছে রয়েছে,”
এই ২৩ বছর বয়সী প্রতিভাবান ব্যাটসম্যান বলেছেন ভারতের দলীয় কর্মকর্তাদের বিরুদ্ধে তার মনে কোনো বিদ্বেষ নেই। পৃথ্বী মনে করেন বর্তমান পরিস্থিতিতে দলের জন্য সেরা খেলোয়াড় বেছে নেওয়ার দায়িত্ব ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট তার আগে অন্য কাউকে সুযোগ দেওয়া দলের জন্য ভালো মনে করেছেন তাই দিয়েছেন। এই ওপেনিং ব্যাটসম্যান মনে করেন দলের উন্নতির জন্য এই জাতীয় সিদ্ধান্তের পবিত্রতাকে সম্মান করা এবং বজায় রাখা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করে যেতে চান এবং রান করে যেতে চান। তিনি ভারতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।
The post নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে থাকা সত্ত্বেও প্ৰথম এগারোয় সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন পৃথ্বী শ appeared first on CricTracker Bengali.