David Warner. ( Image Source: IPL )
আইপিএলের মঞ্চে প্রথম জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেখানেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার। এই ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিলেন জেসন রয়। যদিও এবারের াইপিএলে প্রতম ম্যাচেই বড় পারফরম্যান্স দেখাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম হারের স্বাক্ষী হয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। সেই ম্য়াচে্ই ডেভিড ও.ার্নারের পারফরম্যান্সের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।
এবারের আইপিেলে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান রয়েছে অখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নারের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও তাঁর ব্যাটে এসেছিল অর্ধশতরান। ম্যাচে হাড্ডহাড্ডি লড়াই হলেও, ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্সই যে দিল্লি ক্যাপিটালসের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নারের সেই পারফর্ম্যান্সেরই প্রসংসায় ভরিয়ে দিলেন তারকা ব্রিটিশ ক্রিকেটার জেসন রয়। ওয়ার্নারের সেই পারফর্ম্যান্সই যে দিল্লি ক্যাপিটালসের জয়ের অন্যতম প্রধান কারণ ছিল তা বলতেও দ্বিধা করেননি তিনি। ডেভিড ওয়ার্নারের ব্যাটে এদিন ৫৭ রান এসেছিল।
নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস খেলেছেন ডেভি়ড ওয়ার্নার
টানা পাঁচ ম্যাচ হেরে এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানেই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপ। জেসন রয় সর্বোচ্চ রান করলেও নাইট রাইডার্সের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ মুহর্তে আন্দ্রে রাসেলের হাত ধরেই কোনওরকমে ১২৭ রানে পৌঁছঠতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও দিল্লির বিরুদ্ধে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সেই ম্যাচেই ্বযাট হাতে অসাধারণ ফর্মে চিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর ৫৭ রানের ইনিংসটাই যে দিল্লি ক্যাপিটালসের জয়ের অন্যতম প্রধান কারণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই কথাই শোনা গিয়েছে ডেভিড জেসন রয়ের মুখেও।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নার যেভাবে নিজের ব্যাটিং পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তা এক কথায় অসাধারণ ছিল। রান তাড়া করার রাস্তাটা কার্যত তিনিই তৈরি করে দিয়েছিলেন এইদিন। যখন কন রান তাড়া করতে নামতে হয় সেই সময় ওপেনারের থেকে এমনই একটা পারফরম্যান্সের প্রয়োজন হয় “।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। বল হাতে অবশ্য বরুণ চক্রবর্তীরা লড়াইটা সমানে সমানে দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছিল বলে মনে করেন জেসন রয়।
The post নাইট রাইডার্সের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্সের প্রশংসায় জেসন রয় appeared first on CricTracker Bengali.