Shubman Gill. ( Image Source: IPL/BCCI )
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন তাঁর দিকেই সকলের চোখ ছিল। ঘরের মাঠে নাইট রাইডার্সের বিরুদ্ধে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হলেও নতুন এক নজির গড়লেন শুভমন গিল। এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই আইপিএল কেরিয়ারে ২০০০ রান সম্পূরণ করলেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে গুজরাত টাইটান্সের রানের ভিতটাও গড়ে দিয়ে গিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেই এদিন থামতে হয়েছে শুভমন গিলকে।
আইপিএলের মঞ্চে এই কলকাতা নাইট রাইডার্সের হয়েই যাত্রা শুরু হয়েছিল শুভমন গিলের। নাইট জার্সিতে সাফল্যও পেয়েছিলেন তিনি। কিন্তু গতবছরের আইপিএলের আহেই সুভমন গিলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা গুজরাত টাইটান্সে গিয়েই সেবার বুঝিয়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। গুজরাত টাইটান্সের হয়ে সেবার দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল শুভমন গিলের। যদিও নাইট রাইডার্সের বিরুদ্ধে সেবার বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি।
নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩১ বলে ৩৯ রান করেছেন শুভমন গিল
রবিবাসরীয় দুপুরে ফের একবার প্রাক্তন দলের মুখোমুখি হয়েছিলেন শুভমন গিল। সেখানেও বিরাট রানের ইনিংস দেখা যায়নি শুভমন গিলের ব্যাট থেকে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই আইপিএল কেরিয়ারের অন্যতম নজির গড়েছেন শুভমন গিল। আইপিএলের মঞ্চে ২০০০ রানের মাইলস্টোনের মালিক হয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। আর তাতেই আপ্লুত হয়েছে সকলে। এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন ২৩ বর্ষীয় শুভমন গিল।
এদিন শুভমন গিলের ৩৯ রানের ইনিংস জুড়ে রয়েছে ৫টি বাউন্ডারি। যদিও ওভার বাউন্ডারি মারেননি একটিও। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়েই আইপিএলের মঞ্চে যাত্রা শুরু হয়েছিল শুভমন গিলের। টানা তিন বছর নাইট রাইডার্স শিবিরের সঙ্গী ছিলেন তিনি। সেখানেও তাঁর বেশ কিছু সাফল্যের ইনিংস রয়েছে। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফাইনালেও খেলেছিলেন তিনি। এরপরই ২০২২ সালে গুজরাত টাইটান্সে আসেন শুভমন গিল। সেখানেও প্রথম মরসুম সাফল্যের সঙ্গেই খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার।
গুজরাত টাইটান্সের হয়ে প্রথম মরসুমেই শুভমন গিল করেছিলেন ৪৮৩ রান। সেই ধারা এবারও বজায় রাখার লক্ষ্যে রয়েছেন তিনি। প্রথম ম্যাচেই অর্ধঃশতরান পেয়েছিলেন শুভমন গিল। যদিও পরের ম্যাচে বড রান করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিরেছেন ৩৯ রানেই। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে শুবমন গিলের রান ২০১৬। তাঁর গড় রয়েছে ৩২.৫ এবং স্ট্রাইকরেট রয়েছে ১২৬।
The post নাইট রাইডার্সের বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে ২০০০ রানের মাইলস্টোন গড়লেন শুভমন গিল appeared first on CricTracker Bengali.