BJ Sports – Cricket Prediction, Live Score

নাইট জার্সিতে তাঁর শততম ম্যাচে কেকেআরকে নিয়ে আবেগতাড়িত আন্দ্রে রাসেল

 নাইট জার্সিতে তাঁর শততম ম্যাচে কেকেআরকে নিয়ে আবেগতাড়িত আন্দ্রে রাসেল

#image_title

Andre Russell. (Photo Source: BCCI/IPL)

এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেভাবে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে দেখা যায়নি বড় রানের ঝলক।  এখনও সকলে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে বিদ্বংসী ইনিংসের অপেক্ষায় রয়েছেন। সেই কলকাতা নাইট রািডার্সের হয়েি এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেরিয়ারের অএন্যতম মাইল্টোন ম্যাচে নামতে চলেছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিেলের মঞ্চে শততম ম্যাচে নেমেছেন আন্দ্রে রাসেল। সেই ম্যাচ নিয়েই আবেগতাড়িত আন্দ্রে রাসেল। কলকাতা নািট রাইডার্সকেই ভরিয়ে দিলেন প্রশংসায়।

২০১৪ সালে আইপিেলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পথ চলা সুরু করেছিলেন আন্দ্রে রাসেল।  সেই শুরু, নাইটদের হয়ে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাক্ষীও তিনি। এছাড়াও বহু ম্যাচে কলকাতা নািট রাইডার্সের জয়ের নায়কের নামও েই আন্দ্রে রাসেল।  নাইট জার্সিতে তাঁর শততম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে নিয়েই আবেগতাড়িত হয়ে পড়েছেন আন্দ্রে রাসেল। এমনকী নিজের দেশের থেকেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে বেশী প্রাধান্য দিয়েছে বলেই মনে করেন এই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার।

২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স শিবিরে এসেছিলেন আন্দ্রে রাসেল

এবারের আইপিএলে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি আন্দ্রে রাসেল। যদিও বল হাতে শেষ ম্যাচে দুরন্ত ফর্ম প্রদর্শন করেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরেই সেই ম্য়াচে জয়ের অনেকটা কাছে পৌঁছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গুজরাত টাইটান্সের হয়েই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের মঞ্চে কেরিয়ারের শততম ম্যাচ খেললেন আন্দ্রে রাসেল। সেই ম্যাচে নামার আগেই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আবেগের সুর শোনা গেল এই তারকা ক্রিকেটারের গলা থেকে। অন্যান্য সমস্ত ফ্র্যাঞ্চাইজির থেকে কলকাতা নাইট রাইডার্স কেন এগিয়ে তাদের থেকে সেই কথাও বলতে দ্বিধা করেননি আমন্দ্রে রাসেল।

নাইট রাইডার্সের হয়ে কেরিয়ারের ১০০ তম ম্যাচ প্রসঙ্গে আন্দ্রে রাসেল জানিয়েছেন, “এখানে আমি সত্যিই খুব খুশি রয়েছি। আমার মনে হয় না অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে এই দলের থেকে বেশী আনন্দে থাকতে পারতাম। এই ফ্র্যাঞ্চাইজিতে প্রায় ৯ বছর ধরে রয়েছি আমি। এখান তাকার ফলেই সকলের সঙ্গে থেকেই, ক্রমশই সকলের সঙ্গে আরও সু সম্পর্ক তৈরি হয়েছে। ক্রিকেট যখন থাকে না, সেই সময়ও আমি ভেঙ্কি মাইসোরের সঙ্গে যোগাযোগ রাখি। তাঁকে আমি সত্যিই অত্যন্ত শ্রদ্ধা করি”।

শেষ ম্যাচে ব্যাটে রান করতে না পারলেও, বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল।

The post নাইট জার্সিতে তাঁর শততম ম্যাচে কেকেআরকে নিয়ে আবেগতাড়িত আন্দ্রে রাসেল appeared first on CricTracker Bengali.

Exit mobile version