Tim David. (Photo Source: IPL/BCCI)
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে নমার আগে আত্মবিশ্বাসী মুম্বি ইন্ডিয়ান্সের অন্যতম বিধ্বংসী তারকা টিম ডেভিড। মুম্বই ইন্ডিয়ান্সে ফিনিসারের ভূমিকাতেই দেখাযাচ্ছে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও পিনিসারের ভূমিকা পালনের জন্য প্রস্তুত হয়ে টিম ডেভিড। ঘরের মাঠে এখন প্রথম জয়েক লক্ষ্যে রয়েছে পাঁচবারের াইপিএল চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরদ্ধে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে রোহিত শর্মা বড় ইনিংস খেললেও শেষপর্যন্ত থাকতে পারেননি তিনি। শেষের দিকে ক্যামেরণ গ্রীণ এবং টিম ডেভিডের হাত ধরেই জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই পারফর্ম্যান্সটাই যে এখন টিম ডেভিডকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। নিজের ভূমিকা সম্বন্ধে যথেষ্ট ভালভাবেই অবগত রয়েছেন তিনি। শেষ ম্যাচের পারফর্ম্যান্সের ধারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ধরে রাখতে চান তিনি।
দিল্লির বিরুদ্ধে ক্যামের গ্রীনের সঙ্গে ৩০ রানের পার্টনারশিপ গড়েছিলেন টিম ডেভিড
এবারের আইপিএলে শুরুটা মুম্বই ইন্ডিয়ান্স খুব একটা ভালভাবে করতে পারেননি। তিনটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে তারা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন টিম ডেভিডও। তবে তৃতীয় ম্যাচে কোনও ভুল হয়নি তাঁর। শেষ মুহূর্তে ক্যামেরণ গ্রীণের সঙ্গে টিম ডেভিডের ৩০ রানের পার্টনারশিপটাই মুম্বই ইন্ডিয়ান্সকে প্রতম জয় এনে দিয়েছিল। আর সেই পারফর্ম্যান্সটাই এখন নাইট রাইডার্সের বিরুদ্ধেও টিম ডেভিডকে আত্মবিশ্বাস যোগাচ্ছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আদে টিম ডেভিড জানিেয়েছেন, “একজন ফিনিশার হিসাবে আমার কাজ হয় দলকে সাফল্যে পৌঁছে দেওয়া। এটাই আমার দায়িত্ব এবং ভূমিকা। সেদিনের রাতে রান তাড়া করাটা সত্যিই কঠিন একটা পরিস্থিতি ছিল আমার সামনে। শেষ কয়েক ওভারে তারা সত্যিই খুব ভাল বোলিং পারফরম্যান্স দেখাচ্ছিলেন। সেই কঠিন পরিস্থিতিতে ক্যামের গ্রীণের সঙ্গে আমার পার্টনাপশিপটা সত্যিই অসাধারণ ছিল এবং আমরা সেই লাইনটা পার করতে পেরেছিলাম”।
এই মুহূর্তে লিগ টেবিলে আট নম্বর পজিশনে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স রয়েছে পাঁচ নম্বরে। যদিও ঘরের মাঠে েই ্মযাচ জিততে পারলে যে পয়েন্ট টেবিলে অনেকটাই ওপরের দিকে উঠতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে শেষ মুহর্তের প্রস্তুতিও। পরিসংখ্যানের বিচারে নাইটদের থেকে এগিয়েও রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post নাইটদের বিরুদ্ধে ফিনিশারের ভূমিকা পালনে আত্মবিশ্বাসী টিম ডেভিড appeared first on CricTracker Bengali.