হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হতে চলেছে এবারের আইপিএল। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ দিয়েই নতুন বছরে ঘরের মাটিতে খেলতে নামবেন বিরাট কোহলি। সেখানে নামার আগেই নতুন অবতারে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে সম্পূর্ণ নতুন হেয়ার স্টাইল বিরাট কোহলির। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার পরই ভাইরাল। বিরাট কোহলিকে নতুন লুকে মাঠে দেখার অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।
রবিবারই লন্ডন থকে দেশে ফিরেছেন বিরাট কোহলি। অপেক্ষাটা ছিল তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে যোগ দেওয়ার। সোমবারই রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নতুন বছরে ঘরের মাটিতে আইপিএলের মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন করতে চলেছেন এই তারকা ক্রিকেটার। গতবার দুরন্ত পারফরম্যান্স করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এবার সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির হাত থেকে আইপিএলে বিরাট পারফরম্যান্স দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।
গতবারের আইপিএলের মঞ্চে ৬৩৯ রান করেছিলেন বিরাট কোহলি
কয়েকদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে ভারতীয় দলের। সেখানে অবশ্য বিরাট কোহলিকে দেখা যায়নি। পারিবারিক কারণের কথা জানিয়েই এই সিরিজ থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট কোহলি। স্ত্রী এবং পরিবারের সঙ্গে লন্ডনেই বেশ কয়েকটা দিন ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিশ্রাম কাটিয়ে রবিবারই ভারতে ফিরেছেন বিরাট কোহলি। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।
New look😎#ViratKohli𓃵 pic.twitter.com/L03AVXEgyo
— Ronak choudhary (@Ronak_choudhry) March 19, 2024
কয়েকদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। এই মুহূর্তে তাঁর ওপরই রয়েছে আরসিবির নেতৃত্বের ভার। তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে না দেখতে পাওয়ায় ক্রমশই জল্পনা বাড়তে শুরু করেছিল। বিরাট কোহলির দেশে ফেরার সঙ্গেই যে আরসিবি শিবিরে স্বস্তির আবহ তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
একইসঙ্গে বিরাট অনুরাগীদেরও তাঁকে নিয়ে এই মুহূর্তে প্রত্যাশার পারদ তুঙ্গে। শেষবারের আইপিএলে ৬৩৯ রান করেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁর সাফল্যের ঝুলিতে ছিল ৬টি অর্ধশতরান এবং দুটো সেঞ্চুরী। এবারের আইপিএলেও বিরাট কোহলি সেই পারফরম্যান্স দেখাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ধোনির বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির নতুন হেয়ারস্টাইলে মুগ্ধ সকলে appeared first on CricTracker Bengali.