নেদারল্যান্ডসের বিরুদ্ধেও নেই কেন উইলিয়ামসন। সবকিছু ঠিকঠাক চললে তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেই নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে চলেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগেই তেমনই ইঙ্গিত দিলেন কিউই সিবিরের কোচ গ্যারী স্টিড। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। কেন উইলিয়ামসন ফিরতে না পারলেও নিউ জিল্যান্ড শিবিরের জন্য স্বস্তির খবরও রয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে চলেছেন তারকা ক্রিকেটার লোকি ফার্গুসন ও টিম সাউদি। চোটের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি তারা।
এই দুই তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তন যে নিউ জিল্যান্ড শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে এই তিনজন ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছিল নিউ জিল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট জয়ও তুলে নিয়েছিল নিউ জিল্যান্ড। চোট সারলেও এখনও পুরোপুরি ফিট নন কেন উইলিয়ামসন। আর তাতেই শেষপর্যন্ত দ্বিতীয় ম্যাচেও তাঁকে ছাড়াই নামতে চলেছে নিউ জিল্যান্ড। সবকিছু ঠিক ঠাক চললে তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেই ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার।
আইপিএবের সময়ই হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন
নিউ জিল্যান্ডের কোচ জানিয়েছেন, “কেন উইলিয়ামসনও সেরে উঠছেন। আমার মনে হয় এই মুহূর্তে ফিল্ডিংয়ের জায়গাটাই তাঁর একটি সমস্যা রয়েছে। সেখানেই খানিকটা ভাল করতে পারলে তাঁর আত্মবিশ্বাসও বাড়বে। তিনি যথেষ্ট ভালভাবে সেরে উঠছেন। সেই কারণেই আমরা আশা করছি যে কেন উইলিয়ামসনকে তৃতীয় ম্যাচে পাওয়া যাবে। আজকে আরও একটা প্রস্তুতির সময় পাব আমরা। সেই প্রস্তুতি সারার পরই আমরা আমাদের প্রথম একাদশ বেছে নেব। কিন্তু এঅ মুহূর্তে আমরা যা বুঝতে পারছি তাতে কেন উইলিয়ামসন তৃতীয় ম্যাচেই দলে ফিরতে চলেছেন”।
এবারের আইপিএল চলাকালীনই বড়সড় চোট পেয়েছিলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। সেই থেকেই তাঁকে নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। এরইমাঝে তাঁর অস্ত্রোপচারও হয়। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছিলেন কেন উইলিয়ামসন। এবার বিশ্বকাপের দলেও ফিরেছেন তিনি।
এবারের বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন তারকা ক্রিকেটারক টিম সাউদিও। কিন্তু চোটের জন্য খেলতে পারেননি তিনি। তবে শোনাযাচ্ছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে নাকি সুস্থ হয়ে উঠেছেন তিনি ও লোকি ফার্গুসন। এই ম্যাচেই ফিরতে চলেছেন তারা।
The post দ্বিতীয় ম্যাচেও নেই কেন উইলিয়ামন, বাংলাদেশের বিরুদ্ধেই ফেরার সম্ভাবনা তাঁর appeared first on CricTracker Bengali.