BJ Sports – Cricket Prediction, Live Score

দ্বিতীয় টেস্টে কেন নিজের ওপরই রেগে গিয়েছিলেন তিনি, জানালেন স্টিভ স্মিথ

 দ্বিতীয় টেস্টে কেন নিজের ওপরই রেগে গিয়েছিলেন তিনি, জানালেন স্টিভ স্মিথ

#image_title

Steve Smith. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)

পরপর দু ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে এই মুহূ্র্তে বর্ডার গাভাসকর ট্রফিতে কোনঠাসা পরিস্থিতিতে অস্ট্রেলিয়া। বুধবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে অজি বাহিনী। সেই টেস্টেই এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়া। ইন্দোরে নামার আগেই দ্বিতীয় টেস্টে নিজের আউট হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংস আউট হওয়ার পর নিজের ওপর কেন রেগে গিয়েছিলেন স্টিভ স্মিথ। সেই কথাই এবার সকলের সামনে আনলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।

ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট খেলা হয়ে গেলেও, এখনও পর্যন্ত বড় রান পেতে দেখা যায়নি স্টিভ স্মিথকে। ভারতের মাটিতে বরাবরকই কিন্তু সাফল্য পেয়েছেন স্টিভ স্মিথ। কিন্তু এই সিরিজে এখনও পর্যন্ত সেই ফর্মে দেখা যায়নি তাঁকে। নিজের পারফরম্যান্স নিয়ে যে স্টিভ স্মিথ একেবারেই খুশি নন, সেই কথা তৃতীয় টেস্টে নামার আগে জানাতে দ্বিধা করেননি তিনি। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর নিজের ওপর যে অত্যাধিক রেগে গিয়েছিলেন তিনি, সেই কথাও এবার সকলকে জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার।

তৃতীয় টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বে নামতে চলেছে অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া লড়াই করলেও, তৃতীয় দিনই সমস্ত চিত্রটা বদলে দিয়েছিলেন রবন্দ্র জাদেজা। মাত্র এক সেশনেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা একাই সেই ইনিংসে তুলে নিয়েছিলেন সাত উইকেট। সেই ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন স্টিভ স্মিথ। মাত্র ৯ রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি। সুইপ শট খেলতে গিয়েই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। আর সেই পরিস্থিতি নিয়েই একেবারে সন্তুষ্ট নন এই তারকা ক্রিকেটার। তৃতীয় ম্যাচের আগে সেই কথাই শোনা গেল তাঁর মুখে।

তৃতীয় টেস্টে নামার আগে স্টিভ স্মিথ জানিয়েছেন, “সেদিন আমি নিজের ওপর অনেকটাই রেগে গিয়েছিলাম। আমার কেরিয়ারে এমনটা খুব কমই ঘটেছে। মাটে আসার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ার ঘটনা আমার কেরিয়ারে কম বললেই চলে। এই পরিস্থিতিটাআমার জন্য একেবারেই সুখকর ছিল না। আমি এখনও শিখে চলেছি এখানে। আমি কখনোই এই পদ্ধতিতে খেলার কথা ভাবি না”।

তৃতীয় টেস্টের আগেই পারিবারিক কারণের জন্য দেশে ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। দীর্ঘদিন পর সেই জায়গাতেই ফের একবার অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে দেখা যেতে চলেছে স্টিভ স্মিথকে। তৃতীয় টেস্টে তাঁর নেতৃত্বেই নামবে অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

The post দ্বিতীয় টেস্টে কেন নিজের ওপরই রেগে গিয়েছিলেন তিনি, জানালেন স্টিভ স্মিথ appeared first on CricTracker Bengali.

Exit mobile version