David Warner. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
এজবাস্টনে জমজমাট অ্যাশেজের প্রথম টেস্ট। যদিও এই মুহূর্তে বেশ কয়েক রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলতে পারবে। তার আগে অবশ্য অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে নিয়েই আশাবাদী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। প্রথম ইনি্ংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তবে এখনই তাঁকে নিয়ে একেবারে আশা ছাড়তে নারাজ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে দ্বিতীয় ইনিংসেই বড় রানের মুখ দেখতে পারবেন ডেভিড ওয়ার্নার।
চলতি সিরিজেও ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে নিজের দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চলেছেন স্টুয়ার্ট ব্রড। এএজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টেও স্টুয়ার্ট ব্রকড ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে তাঁর সাফল্যের ধারা অব্যহত রেখেছেন এই তারকা ব্রিটিশ বোলার। প্রথম ইনিংসেও সেই স্টুয়ার্ট ব্রডের কাছেই হেরে সাজঘরে ফিরতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। ইংল্যান্ডের মাটিতে ১৪টি ম্যাচের মধ্যে ৯ বারই স্টুয়ার্ট ব্রডের কাছে ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে।
প্রথম ইনিংসে মাত্র ৯ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার
প্রথম ইনিংসে মাত্র ৯ রানেই সাজঘরে ফিরে গিয়েছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি টেস্টের ম়্চে একেবারেি বাল পর্মের মধ্যে দিয়ে য়াচ্ছেন না ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিকে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। মাঝপথেই ফিরে য়েচে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেও ব্যাটে বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। যদিও রিকি পন্টিং কিন্তু এখনই ডেভিড ওয়ার্নারের ওপর ভরসা ছাড়তে চাননা। বরং দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে বড় রান দেখার ব্যপারে আশাবাদী রয়েছেন তিনি।
এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, “আমার মনে হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে তিনি বেশ ভাল ছন্দে ছিলেন। সেখানে ৪০ রান যেমন করেছিলেন ওয়ার্নার, সেইসঙ্গে ভাল ফর্মও প্রদর্শন করছিলেন। এখানে অবশ্য প্রথম ইনিংসে মাত্র ৯ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে সেখানে শুরুটা যেভাবে ওয়ার্নার করেছিলেন, শেষ দুই বছরে টেস্টের মঞ্চে এটাই আমার কাছে সেরা। এখনও তাঁকে নিয়ে আশা রয়েছে”।
এজবাস্টনে যে অ্যাশেজের মঞ্চে দুই দলই ফলাফলের লক্ষ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার বড় রান পান কিনা সেটাই দেখার।
The post দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারের সাফল্য নিয়ে আশাবাদী রিকি পন্টিং appeared first on CricTracker Bengali.