Rohit Sharma. ( Image Source: Twitter )
একটা খারাপ শট, আর তাতেই সমস্ত আশা শেষ রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে লড়াই করার চেষ্টা করলেও একটা খারাপ শটেই সব শেষ হয়ে যায় রোহিত শর্মার। ন্যাথান লায়নের বিরুদ্ধে সুইপ শট খেলার সিদ্ধান্তটাই রোহিত শর্মার ইনিংসে ইতি টেনে দেয়। আর সেই থেকেই রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। এমন মঞ্চে রোহিত শর্মার ব্যাট থেকে বড় রান এলে যে সেটা ভারতীয় দলকে অনেক বেশী সাহায্য করতে পারত তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ইনিংসে মাত্র ১৫ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলোন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের অধিনায়কের থেকে বড় ইনিংসের প্রকত্যাসাতেই ছিলেন সকলে। শুরুটা বেশ ভালভাবে করকেওছিলেন রোহিত শরক্মা। কিন্তু শেষরক্ষা করতে পারেননি তিনি। ন্যাথান লায়নের বিরুদ্ধে ৪৪ রানেই থেমেছিল রোহিত শর্মার ইনিংস। রোহিত শর্মার আইট হওয়ার পরই তাঁর শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে খারাপ শট খেলেই সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৪৪ রান করতে পেরেছিলেন রোহিত শর্মা
সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা। দেশের জার্সি থেকে আইপিএল, কোনওজায়গাতেই রোহিত শর্মার ব্যাট থেকে বড় রান দেখা যাচ্ছে না। এবারের আইপিএলে মাত্র দুটো অর্ধশতরান করতে পেরেছিলেন রোহিত শর্মা। সেি থেকেই তাঁকে নিয়ে নানান আসোচনা শুরু হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে শেষপর্যন্ত রোহিত শর্মা কেমন পারপরম্যান্স দেখান সেই প্রত্যাশাতেই ছিলেন সকলে। কিন্তু সেখানেও ভারতীয় দলের অধিনায়ক চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালভাবে করতে পারেলও শেষরক্ষা করতে পারেননি তিনি। ৪৪ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয় দলের অধিনায়ককে। সেই প্রসঙ্গেই হরভজন সিং জানিয়েছেন, “ন্যাথান লায়নের ভাবনার ফাঁদেই পড়ে গিয়েছিলেন রোহিত শর্মা। সেই মুহর্তে একমাত্র সুইপ শট খেললেই তিনি আউট হতে পারতেন। সেই পরিস্থিতিতে রোহিত শর্মা যদি সিঙ্গলস কিংবা ডাবলসের কথা ভাবত, কারণ ক্রিজে সেই পরিমান স্পিন এবং বাউন্স তখন ছিল না। রোহিত শর্মা কিন্তু সমস্যায় পড়তেন না। আমার মতে সেটা খারাপ শট নির্বাচন ছাড়া আর কিছুই ছিল না”।
বর্ডার গাভাসকর ট্রফিতে রোহিত শর্মা সেঞ্চুরী ইনিংস খেললেও, গোটা সিরিজে কিন্তু ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা।
The post দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ রোহিত শর্মা, খারাপ শট নির্বাচন নিয়েই সরব হরভজন সিং appeared first on CricTracker Bengali.