Venkatesh Iyer. (Photo Source: Jio Cinema)
দলীপ ট্রফির ফাইনাল চলছে। তারইমাঝে আসন্ন দেওধর ট্রফির প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রতিটি অঞ্চল। সেখানেই এবার নতুন দায়িত্ব পেলন নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। এবারের দেওধর ট্রফিতে মধ্যাঞ্চলের অধিনায়কের ব্যাটন উঠেছে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের হাতে। শুধুমাত্র তিনিই নন আরও নাইট চরকা এার জায়গা করে নিয়েছেন মধ্যাঞ্চল শিবির। এবার ভেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি মধ্যাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে।
২০১৪-১৫ মরসুমের পর এই প্রথমবার আঞ্চলিক ফর্ম্যাটে হতে দেখা যাবে এই দেওধর ট্রফি। এরপর থেকে আর কখনও আঞ্চলিক ভিত্তিতে এই প্রতিযোগিতা হতে দেখা যায়নি। এবারই ফের একবার সেই আঞ্চলিক ভিত্তিতে হতে চলেছে দেওধর ট্রফি। সেখানেই এবার ভেঙ্কটেশ আইয়ারকে দেখা যেতে চলেছে নতুন ভূমিকায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারও বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন তিনি। সেই ভেঙ্কটেশ আইয়ারের হাতেই এবার নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে মধ্যা়ঞ্চল।
ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে মধ্যাঞ্চলের হয়ে খেলবেন রিঙ্কু সিং
একইসঙ্গে এবার রিঙ্কু সিংকেও দেখা যেতে চলেছে সেই প্রতিযোগিতায়। এবূারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে্ দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মারার রেকর্ড এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। সেই তরুণ ক্রিকেটারকেই এবার দেওধঘর ট্রফিতে মধ্যাঞ্চলের হয়ে খেলতে দেখা যেতে চলেছে। এই মুহূর্তে দলীপ ট্রফিতে ফাইনাল চলছে। সেই প্রতিযোগিতাতেও রিঙ্কু সিং নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছে। এবার দেওধর ট্রফিতেও তাঁর পারফরম্যন্স দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
আইপিএলের ম়্চে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স করতে দেখা গিয়েছে। বেশীরভাগ ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাফল্য পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। নাইট রাইডার্সের সেরা পারফর্মারও ছিলেন তিনিই। সেই রিঙ্কু সিংকে নিয়েই এবার সকলে যথেষ্ট উচ্ছ্বসিত রয়েছেন। দেওধর ট্রফিতে তিনি সাফল্য পান কিনা সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
ভেঙ্কটেশ আইয়ার মধ্যাঞ্চলের হয়ে নেতৃত্বে কতটা দক্ষতা দেখাতে পারেন সেদিকেও নজর রয়েছে সকলের। কলকাতানাইট রাই়ডার্সের হয়ে তিনিও এবারের বেশ কয়েকটি ম্যাচে নিজের পারপরম্যান্স দেখিয়েছেন। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
The post দেওধর ট্রফিতে মধ্যাঞ্চলের নেতৃত্বের দায়িত্বে ভেঙ্কটেশ আইয়ার, দলের এলেন রিঙ্কু সিংও appeared first on CricTracker Bengali.