Ishan Kishan. (Image Source: IPL/BCCI)
এবারের আইপিএলে শুরুর দিকে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও সময় এগনোর সঙ্গে সঙ্গে ঈশান কিষাণের ব্যাটেও রানের ঝলক দেখা যাচ্ছে। গত ম্যাচে সূর্যকুমার যাদবের সঙ্গে ঈশান কিষাণও ছিলেন দুর্ধর্ষ ফর্মে। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইউ। তাঁর মতে দেরীতে হলেও অবশেষ ঈশান কিষাণ তাঁর ছন্দ খুঁজে পেয়েছেন। আর সেটাই যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে এই মুহূর্তে আত্মবিশ্বাস যোগাবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফের।
গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল মুম্বি ইন্ডিয়ান্স। সেখানেই তাদের সামনে চিল ২১৪ রানের লক্ষ্য। লড়াইটা কটিন হলেও সূর্যকুমার য়াদবের সঙ্গে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। ওপেনিংয়ে শুরু থেকেই সেদিন আক্রমণাত্মক ছিলেন ঈশান কিষাণ। তাঁর পারফর্মযান্সটাই নজর কেড়েথছে মহম্মদ কাইফের। গতবারের আইপিএলে সর্বোচ্চ দামে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে গিয়েছিলেন ঈশান কিষাণ। সেখানেই তাঁর ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি। তা নিয়েকম সমালোচনাও হয়নি সেবার।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন ঈশান কিষাণ
এবারও শুরুটা ভালভাবে করতে পারেননি। কিন্তু পঞ্জাব কিংসের বিরু্দ্ধে কোনও সুযোগ হাতছাড়া করেননিি ঈশান কিষাণ। সেখানেই ৭১ রানেরপ ইনিংস খেলেছিলেন েই তারকা ক্রিকেটার। সেখানেই ছিল চাপ ও ছয়ের বন্যা। ঈশান কিষাণের েমন পারফরকম্যান্স যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন মহম্মদ কাইফ। সেইসঙ্গে তাঁর মতে ঈশান কিষাণ দীর্ঘদিন বাদে ফের নিজের ছন্দে ফিরছেন। এটা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটা বড় ইঙ্গিত বলেই মনে করছেন তিনি।
মহম্মদ কাইফ জানিয়েছেন, “শুরুর দিকে ঈশান কিষাণ খানিকটা আটকে গিয়েছিলেন। ঋষি্ ধওয়ানের স্পেল শেষ হওয়ার পরই আক্রমণাক্মক ক্রিকেট খেলা শুরু করেছিলেন ঈশান কিষাণ। লেগ সাইড বরাবরই তাঁর শক্তিশালী দিক। সেই দিকেই নিজের শক্তি সম্পূর্ণভাবে ব্যবহার করেছিলেন ঈশান কিষাণ। নিজের পরিকল্পনাতেই স্থির ছিলেন ঈশান কিষাণ। দীর্ঘদিন পর ইশান কিষাণ নিজের ছন্দে ফিরেছেন”।
সূর্যকুমার যাদবের সঙ্গে এদিন ১১৬ রানেরপার্টনারসিপ করেছিলেন তিনি। শেষপর্যন্ত ক্রিজে থাকতে নবা পারলেও, মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের রাস্তাটাতৈরি করে দিয়ে গিয়েছিলেন ঈশান কিষাণ। সেই রাস্তাতে হেঁটেই জয় তুলে নিয়েছে মুম্বি ইন্ডিয়ান্স। একইসঙ্গে বড় রান করে এই ্মযাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন ঈশান কিষাণ। এই ফর্ম বাকি ম্যাচেও ঈশান কিষাণ ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post দীর্ঘদিন পর ঈশান কিষাণকে ফর্মে ফিরতে দেখে খুশি মহম্মদ কাইফ appeared first on CricTracker Bengali.