BJ Sports – Cricket Prediction, Live Score

দিল্লি ক্যাপিটালসের হারের কারণ আলোচনা করলেন আকাশ চোপড়া

 দিল্লি ক্যাপিটালসের হারের কারণ আলোচনা করলেন আকাশ চোপড়া

#image_title

Aakash Chopra. (Photo Source: Facebook)

পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতলে  আইপিএলের প্লেঅফে পৌঁছনোর তবুও একটা ক্ষীণ আশা হয়ত জিইউয়ে রাখতে পারত দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষপর্যন্ত হারতেই হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। সেইসঙ্গে এবারের মতো আইপিেলের প্লেঅপের আশাও শেষ হয়ে গিয়েছে তাদের। এরপরই দিল্লি ক্যাপিটালসের খারাপ পারফরম্যান্স নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের হারের কারণ নিয়ে এবার আলোচনা করলেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

পঞ্জাব কিংসের কাম রানেরপ বিরুদ্ধে নেমেও শেষরক্ষা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আর তাতেই সব শেষ হয়ে গিয়েছে। ১৬৭ রান তাড়া করতে নেমে ৩১ রানেই হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস।  পঞ্জাব কিংসের বাকি ব্যাটাররা খারাপ পারফরম্যান্স করলেও, একা প্রভসিমরণ সিংয়ের হাত ধরেই লড়াই করারক জায়গায় পৌঁছেছিল পঞ্জাব। আর সেখানবেই দিল্লি ক্যাপিটালস সবচেয়ে বেশী ভুল করেছিল বলে মনে করছেন ভারতীয় দলের এইঅ প্রাক্তন ক্রিকেটার। বিশেষ করে মুকেশ কুমারের মতো পেসারকে কেন এরক ওভার বোলিং করানো েহয়েছিল তা নিয়েওপ্রশ্ন তুলেছেন তিনি।

আইপিএলের প্লেঅফে পৌঁছনোর আশা শেষ দিল্লি ক্যাপিটালসের

এবারের আইপিএলে মুকেশ কুমার ভাল পারফরম্যা্ন্সই প্রদর্শন করে চলেছেন। প়্জাব কিং,সের বিরুদ্ধেও তাঁকে দলে রাখা হয়েছিল। কিন্তু মাত্র এক এওভারই করানো হয়েছিল এই বোলারকে দিয়ে। কেন এমনতা করানো হয়েছিল তা নিয়েই প্রশ্ন তুলেছেন আকাস চোপড়ার। দিল্লি ক্যাপিটালসের স্ট্ট্যাটেজি নিয়েই প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া। ১৯ নম্র ওভারে এসে প্রবসিমরণ সিংকে থামিয়েছিলেন মুকেশ কুমারয। তাঁকে আরও আগে বোলিংয়ে আনলে যে চিত্রটা অন্যরতম হতেি পারত তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই এবার আকাশ চোপড়া জানিয়েছেন, “দিল্লি ক্যাপিটালস কী করেছে এদিন। তারা সত্যিই খুব ইন্টারেস্টিং একটা দল। মুকেশ কুমার, যিনি একজন বোার হিসাবেই খেলছেন েই ম্যাচে তাঁকে মাত্র একটি ওভার করানো হয়েছিল এদিন। শুধুমাত্র ১৯ তম ওভারে দেখা গিয়েছিল মুকেশ কুমারকে বোলিং করতে। মাত্র একটি ওভারের জন্য একটি বোলারকে খেলানো হচ্ছে। গোটা মরসুম জুড়ে তারা নানান আকর্ষণীয় ঘটন ঘটাচ্ছে। সেই ওভারেই কিন্তু প্রভসিমর সিংকে ফিরিয়েছিলেন মুকেশ কুমার”।

গত ম্যাচে পঞ্জাবের জবাবে ভাল ব্যাটিং শুরু করলেও শেষরক্ষা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আর তাতেই সব শেষ হয়ে গিয়েছে। শেষপর্যন্ত আর জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস।

The post দিল্লি ক্যাপিটালসের হারের কারণ আলোচনা করলেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version