BJ Sports – Cricket Prediction, Live Score

দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপ নিয়ে আত্মবিশ্বাসী আকাশ চোপড়া

 দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপ নিয়ে আত্মবিশ্বাসী আকাশ চোপড়া

#image_title

Aakash Chopra. (Photo Source: Instagram)

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং নিয়ে তিনি খুব একটা আত্মবিশ্বাসী না হলেও, এবারের আইপিএলের আগে তাদের বোলিং নিয়ে আকাশ চোপড়া বেশ আশাবাদী। আগামী ১ এপ্রিল এবারের আইপিএলে যাত্রা শুরু করতে চলেছে দিল্লি ক্যাপিটালস। সেই মঞ্চে নামার আগেই দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে বেশ আত্মবিশ্বাসের সুর শোনা গেল এই প্রাক্তন বারতীয় ক্রিকেটারের মুখে। তাঁর মতে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিলাটলসের বোলিংয়ে কোনওরকম দুর্বলতা নেই। বরং দিল্লির বোলিংকেই তাদের প্রধান শক্তি হিসাবে গেখছেন আকাশ চোপড়া।

গতবারের আইপিএলে খুব একটা বাল পারফরম্যান্স দেখাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কিন্তু এবারের আইপিএলে তারা প্লেঅফে পৌঁছতে মরিয়া হয়ে রয়েছে। সেই আইপিএলের মঞ্চেই দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী আকাশ চোপড়া।  দিল্লি ক্যাপিটালসেই রয়েছেন অক্যর পটেল, কুলদীপ যাদবের মতো তারকা স্পিনার। সেইসঙ্গেই তাদের দলে রয়েছে অ্যানরিখ নর্খিয়ার মতো তেরকা পেসারও। সেই সমস্ত দেখার পরই বোলিংয়ের ক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসের কোনওরকম দুর্বলতা দেখতে পাচ্ছেন না আকাশ চোপড়া।

অক্ষর পটেল এবং কুলদীপ যাদবকে নিয়ে উচ্ছ্বসিত আকাশ চোপড়া

অবশ্য এই তিন বোলারই নয়, দিল্লি ক্যাপিটালস শিবিরেই রয়েছেন খলিল আহমেদ, লুঙ্গি এনগিডি এবং মুস্তাফি্জুর রহমানের মতো ক্রিকেটাররা। এমন বোলিং লাইনআ যেযকোনও দলের ব্যাটিংকে ধসিয়ে দিতে পারে তা কার্যত বলাই বাহুল্য। সেজন্য এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান শক্তি হিসাবে বোলিং লািনআপকেই মনে করছেন আকাশ চোপড়া। তাদেরকেই নিয়েই যথেষ্ট আশাবাদী ভারতীয়দলের এই প্রাক্তন ক্রিকেটার।

এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপকে দেখে মনে হচ্ছে যে তারা অপ্রতিরোধ্য। দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ে কোনওরকম দুর্বলতা নেই। তাদের দলেই রয়েছেন অক্ষর পটেল এবং কুলদীব যাদব। যারা শেষ মরসুমে অসাধারণ বোলিং করেছিলেন। দুরন্ত বোলিং পারফরম্যান্স দিয়ে প্রচুর উইকেটও তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটাররা। তাারা সত্যিই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন”।

আকাশ চোপড়া আরও জানিয়েছেন, “অ্যানরিখ নর্খিয়া ফিট রয়েছেন এবং বোলিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুতও রয়েছেন তিনি। এচাড়া তাদের দলে রয়েছে লুঙ্গি এনগিডি, খলিল আহমেদ, চেতন সকারিয়া, মুস্তাফিজুর রহমান এবং মুকেশ কুমাররা। এই দলে কখনোই বোলারদের নিয়ে কোনও সমস্যা হতে পারে না”।

এই বছর দিল্লি ক্যাপিটালস শি্বিরে নেই ঋষভ পন্থ। সেই জায়গায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই নামবে দিল্লি ক্যাপিটালস। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনআপ নিয়ে আত্মবিশ্বাসী আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version