Prabhsimran Singh. (Photo Source: IPL)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৫৯ তম ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস (পিবিকেএস) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই একটি দুরন্ত শতরান করলেন পিবিকেএসের প্রতিভাবান ওপেনিং ব্যাটার প্রভসিমরন সিং। আইপিএলের মঞ্চে এটি ছিল তার প্ৰথম শতরান। তিনি মাত্র ৬৫ বলে ১০৩ রান করেন। তার এই দুর্দান্ত ইনিংসে ছিল ১০টি চার এবং ৬টি ছয়।
প্রভসিমরন সিংয়ের এই ইনিংসটি পাঞ্জাব কিংসকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তারা শুরুটা খুব ভালোভাবে করেছিল। পিবিকেএসের অধিনায়ক শিখর ধাওয়ান ১টি ছয় সহ ৫ বলে ৭ রান করে ডিসির অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার বলে রাইলি রোসোর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। লিয়াম লিভিংস্টোনও বেশি রান করতে পারেননি। ইশান্ত শর্মার বলে বড় শট খেলতে গিয়ে তিনি বোল্ড হন। লিভিংস্টোন ৫ বলে মাত্র ৪ রান করেন। এরপর ক্রিজে আসেন ফর্মে থাকার ব্যাটার জিতেশ শর্মা। কিন্তু তিনিও এই ম্যাচে ব্যর্থ হন। ৫ বলে ৫ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন তিনি।
স্যাম কারান ২৪ বলে ২০ রানের একটি ধীরগতির ইনিংস খেলে প্রবীণ দুবের বলে আমান হাকিম খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। কিন্তু ডিসির বোলারদের বিরুদ্ধে একা লড়াই করে যাচ্ছিলেন প্রভসিমরন সিং। শেষমেশ ১৯ তম ওভারে মুকেশ কুমারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। শাহরুখ খান এবং হারপ্রীত ব্রারও ব্যাট হাতে ব্যর্থ হন। সিকান্দার রাজা ৭ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে পিবিকেএস।
পাওয়ারপ্লেতে ৬৫ রান করেছে দিল্লি ক্যাপিটালস
রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিলিপ সল্ট। তারা দুজনে মিলে পাওয়ারপ্লেতে ৬৫ রান করেছে।
পাওয়ারপ্লেতে মাত্র ২১ বলে ৪৮ রান করেছেন ডিসির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি ৯টি চার এবং ১টি ছয় মেরেছেন। ফিলিপ সল্ট পাওয়ারপ্লেতে ২টি চার সহ ১৫ বলে ১৭ রান করেছেন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে প্ৰথম শতরান করলেন প্রভসিমরন সিং appeared first on CricTracker Bengali.