Mohammad Kaif. (Photo Source: Twitter)
এবারের আইপিএলে ভালভাবে শুরুটা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। সদ্য গত ম্যাচে কলকাতা নাইট রািডার্সের বিরুদ্ধে চলতি আইপিেলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। সোমবার সানরাইজর্স হায়দরাাবাদের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততে পারলেো, সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তা চলছে। লো স্কোরিং ম্যাচ জিততেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেই দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের।
২০১৬ সালে এই ডেভিড ওয়ার্নারের হাত ধরেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও এরপর তেকেই ধীরে ধীরে তাঁর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে্ছিল। এরপরই সানরপাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল ডেভিড ওয়ার্নারের। এবার সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই নামছেন ডেভিড ওয়ার্নার। তবে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের দায়িত্ব রয়েছে এবার তাঁর কাঁধে। সেই ম্যাচেই জিততেই যে ডেভিড ওয়ার্নার মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস
সেই ম্যাচে নামার আগেই ডেভিড ওয়ার্নার সহ দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে বিশে, পরামর্শ দিচ্ছেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার মহম্মদ কািফ। তাঁর মতে এই ্ময়াচে নামার াগে দিল্লি ক্যাপিটালসের টিম কম্বিনেশনের দিকেই নজর দেওয়া উচিত্। সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের স্ট্র্যাটেজির দিকেও নজর দেওয়ার বার্তা দিয়েছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদ যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্দ চুঁড়ে দিয়েছে তা বলাই বাহুল্য। টানা পাঁচ ম্যাচ হারের পর এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে দিল্লি ক্যাপিটালস।
সেই ম্যাচ শুরু হওয়ার আগেই মহম্মদ কাইফ জানিয়েছেন, “এই ম্যাচে নামার আগে দিল্লি ক্যাপিটালসকে তাদের টিম কম্বিনেশনের দিকেই প্রধান ফোকাস রাখতে হবে। তাদের স্ট্র্যাটেজির দিকেই বেশী নজর দিতে হবে। ফের একবার সেই জায়গা নিয়ে ভাবতে হবে তাদের। তাদের দলের মধ্যে এই মুহূর্তে অনেক সমস্যা রয়েছে। আর সেটাই তাদের দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসেও খানিকটা ধাক্কা দিচ্ছে। এই মুহূর্ত দিল্লি ক্যাপিটালসকে সবকিছু ভুলে জয়ের ধারাবাহিকতার ওপরকই নজর দিতে হবে”।
এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নার রান পেলেও বাকি ক্রিকেটাররা সেভাবে রান করতে পারেননি। মিচেল মার্শ, পৃথ্বি শ-রা খউই আইপিেলের মঞ্চে বড় রান করতে পারেননি। একইসঙ্গে বোলিংয়েও সেভাবে নিেজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে তারা। সবকিছু ভুলে এই ম্য়াচ থেকেই দিল্লি ক্যাপিটালস ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post দিল্লি ক্যাপিটালসকে তাদের টিম কম্বিনেশনের দিকে ফোকাস রাখার বার্তা মহম্মদ কাইফের appeared first on CricTracker Bengali.