BJ Sports – Cricket Prediction, Live Score

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের হারের পর নিজের বক্তব্য জানালেন শাহিদ আফ্রিদি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের হারের পর নিজের বক্তব্য জানালেন শাহিদ আফ্রিদি

#image_title

Shahid Afridi. (Photo by RIZWAN TABASSUM/AFP via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২৬ তম ম্যাচে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ উইকেটে পরাজিত হয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এই ম্যাচটিতে হেরে যাওয়ায় সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকিস্তানের জন্য অনেক কঠিন হয়ে গেছে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি বাবর আজমের নেতৃত্বাধীন দলের পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তান এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করতে নেমেছিল এবং ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল। বাবর আজম এবং সাউদ শাকিল যথাক্রমে ৬৫ বলে ৫০ রান এবং ৫২ বলে ৫২ রান করতে সক্ষম হয়েছিলেন। শাদাব খানের ব্যাট থেকে ৩৬ বলে ৪৩ রান এসেছিল।

শাহীন আফ্রিদি বল হাতে ১০ ওভারে মাত্র ৪৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন। হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং উসামা মির যথাক্রমে ১০ ওভারে ৬২ রান, ১০ ওভারে ৫০ রান এবং ৮ ওভারে ৪৫ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা ৪৭.২ ওভারে ৯ উইকেটে ২৭১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। বাবর আজমের নেতৃত্বাধীন দল এই নিয়ে চারটি ম্যাচে হারল। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা ষষ্ঠতম স্থানে রয়েছে। ৩১শে অক্টোবর, মঙ্গলবার, সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান

শাহিদ আফ্রিদি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “বিশ্বকাপ ২০২৩-এর থ্রিলার মরিয়া হয়ে অপেক্ষা করছিল, ভাগ্য খারাপ ছিল ছেলেরা, অন্য যেকোনো দিন ভাগ্য তোমাদের পক্ষে যাবে। এক উইকেটের হারগুলি বেদনাদায়ক, কিন্তু তোমাদের নিজেদের মাথা উঁচু করে চলতে হবে কারণ তোমরা নিজেদের সেরাটা দিয়েছিলে এবং শেষ অবধি বীরত্বের সাথে লড়াই করেছিলে।”

The thriller #CWC23 was desperately waiting for! Hard luck boys, on any other day, things would have gone in your way. One-wicket losses are devastating, but you need to keep your chins up as you gave your best and fought gallantly till the end.
Congratulations to SA for pulling…

— Shahid Afridi (@SAfridiOfficial) October 27, 2023

“আমাকে ১৯৯৯ টেস্টে আমাদের প্রতি তাদের অপ্রতিরোধ্য সমর্থনের কথা মনে করিয়ে দিল” – শাহিদ আফ্রিদি

শাহিদ আফ্রিদি চেন্নাইয়ের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ১৯৯৯ সালে এই কেন্দ্রে তাদের টেস্ট জয়ের কথা স্মরণ করেছেন তিনি। সেই টেস্ট ম্যাচটির দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার ১৯১ বলে ১৪১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিনি সেই ইনিংসে ২১টি চার এবং ৩টি ছয় মেরেছিলেন। পাকিস্তান ম্যাচটিতে ১২ রানে জয় পেয়েছিল।

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার লিখেছেন, “চেন্নাই জনতার জন্য করতালি দিতেই হবে। আমাকে ১৯৯৯ টেস্টে আমাদের প্রতি তাদের অপ্রতিরোধ্য সমর্থনের কথা মনে করিয়ে দিল।”

The post দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের হারের পর নিজের বক্তব্য জানালেন শাহিদ আফ্রিদি appeared first on CricTracker Bengali.

Exit mobile version