Hasan Ali. ( Image Source: Twitter )
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মরণ বাঁচন ম্যাচে নামতে চলেছে পাকিস্তান। সেই ম্যাচে নামার আগেই পাকিস্তান শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই জ্বরে আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন হাসান আলি। এই তারকা বোলারের না থাকাটা যে পাকিস্তান শিবিরে অস্বস্তিটা যে বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের হয়ে একমাত্র সফল বোলারের তকমা রয়েছে হাসান আলির গায়ে। কিন্তু তাঁর না থাকাটা যে প্রোটিয়া শিবিরের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ তা বলাই বাহুল্য।
এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম দুটো ম্যাচে জয় পেলেও এরপর তিনটি ম্যাচেই হেরে গিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সেখানেই অপ্রত্যাশিত হার হয়েছে পাক বাহিনীর। আর সেটাই যে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাটা অনেকটাই কঠিন করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পরিবর্তে কোন ক্রিকেটারকে খেলানো হতে পারে সেই ব্য।পারে অবশ্য এখনই কোনও ইঙ্গিত পাওয়া যানি পাকিস্তান শিবিরের তরফ থেকে।
চলতি বিশ্বকাপের মঞ্চে পাঁচ ম্যাচ খেলে ৮ উইকেট রয়েছে হাসান আলির
এবারের বিশ্বকাপের মঞ্চে পরিবর্ত ক্রিকেচটার হিসাবেই পাকিস্ত শিবিরে এসেছিলেনব হাসান আলি। এসিয়া কাপে চলার মাঝেই নাসিম শা চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সেই কাঁধের চোটের জ্নযই এবারের বিশ্বকাপের মঞ্চেও নামতে পারেননি তিনি। সেই থেকেই শুরু হয়েছিল নানান হিসাব নিকাশ। সেই জায়গায় বিশ্বকাপের ম়্চে হাসান আলিকেই দলে নেওয়া হয়েছিল। শাহিন আফ্রিদি এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে না পারলেও, হাসান আলি কিন্তু বল হাতে যথেষ্ট সফল হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও যে তিনি পাকিস্তানের বোলিংয়ের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারতেন তা বলাই বাহুল্য। কিন্তু শেষপর্যন্ত তা হল না।
বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে রয়েছেন হাসান আলি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এখনও পর্য়ন্ত মাঠে নামার মতো সুস্থ নাকি তিনি নন। সেই কারণেই দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে তাঁকে ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তানকে। পাক বোর্ডের তরফে জানানো হয়েছে, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে হাসান আলি খেলতে পারবেন না। তিনি শারীরিক ভাবে সুস্থ নন”।
চলতি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত পাকিস্তান হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন হাসান আলি। ৮টি উইকেট রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে তাঁর না থাকাটা যে পাকিস্তানের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
The post দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের মরণ বাঁচন ম্যাচে নেই হাসান আলি appeared first on CricTracker Bengali.