BJ Sports – Cricket Prediction, Live Score

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল, বদলি হিসেবে দলে জায়গা পেলেন ম্যাথু ওয়েড

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল, বদলি হিসেবে দলে জায়গা পেলেন ম্যাথু ওয়েড

#image_title

Glenn Maxwell. (Photo by Chris Hyde – CA/Cricket Australia via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়া। ৩০শে আগস্ট, বুধবার, ডারবানে প্ৰথম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে সিরিজ শুরু হওয়ার আগেই একটি অনেক বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। তাদের দলের অভিজ্ঞ খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল গোড়ালিতে চোট পাওয়ার কারণে সিরিজটি থেকে ছিটকে গেছেন। ডারবানে অনুশীলন করার সময় তিনি এই চোটটি পেয়েছিলেন।

গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েডকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন যে ভারতের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর কথা মাথায় রেখে ম্যাক্সওয়েলকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ৩৪ বছর বয়সী ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন। কারণ তার স্ত্রী তাদের প্ৰথম সন্তানের জন্ম দিতে চলেছেন।

ইএসপিএনক্রিকইনফো টনি ডোডেমাইডের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমরা সতর্কতামূলক পন্থা অবলম্বন করছি, কারণ গ্লেন যে কোনও ক্ষেত্রেই পরের সপ্তাহে বাড়ি চলে যেতেন। আমরা গ্লেনকে বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য উপলব্ধ করার লক্ষ্য নিয়ে তার রিকভারির দিকে নজর রাখব।”

পূর্বে ভেঙে যাওয়া পা-তেই আবার চোট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

২০২২ সালের নভেম্বর মাসে গ্লেন ম্যাক্সওয়েলের বাম পা ভেঙে গিয়েছিল। এই অভিজ্ঞ ক্রিকেটারের বন্ধু তার পায়ের উপর পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছিল। এরপর তাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। ম্যাক্সওয়েলের বাম পায়ে একটি ধাতব প্লেট লাগানো আছে এবং দুর্ভাগ্যবশত তিনি এই পায়ের গোড়ালিতেই চোটটি পেয়েছেন।

টনি ডোডেমাইড বলেছেন যে আসন্ন বিশ্বকাপের আগে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে তারা কোনওরকম ঝুঁকি নিতে চান না এবং সেই কারণেই তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে তাকে বাদ দিচ্ছেন। তার এই চোটটি খুব একটা ভয়াবহ নয়। সুতরাং, পুরোপুরি ফিট হতে তার বেশি সময় লাগবে না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজটি ৩রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজটি খেলবে অস্ট্রেলিয়া। এরপর প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল ভারতের বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। ওডিআই বিশ্বকাপের আগে এই সিরিজটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

The post দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল, বদলি হিসেবে দলে জায়গা পেলেন ম্যাথু ওয়েড appeared first on CricTracker Bengali.

Exit mobile version