Skip to main content

সর্বশেষ সংবাদ

দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক এডেন মার্করাম

দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক এডেন মার্করাম

Aiden Markram. (Photo by Isuru Sameera Peiris/Gallo Images/Getty Images)

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বিরাট পট বদল। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দক্ষিণ আফ্রিকার নতুন টি টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা হয়ে গেল। টেম্বা বাভুমা নয়, টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক হলেন এডেন মার্করাম। প্রোটিয়া ক্রিকেটে এই মুহূর্তে এজেন মার্করামের সাফল্যের গ্রাফ ক্রমশই উর্ধ্বগামী। আর তাতেই চূডান্ত সাফল্য পেলেন এই তারকা ক্রিকেটার। টেম্বা বাভুমার কাঁধে এতদিন সেই দায়িত্ব তাকলেও শেষপর্যন্ত টি টোয়েন্টির জন্য এই তরুণ ক্রিকেটারকেই টি টোয়েন্টির অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার একদিন এবং টেস্ট দলের অধিনায়ক হিসাবে অবশ্য টেম্বা বাভুমার ওপরই ভরসা রাখছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কয়েকদিনম আগেই শেষ হয়েছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি প্রতিযোগিতা। প্রথম মরসুমেই সানরাইজার্স ইস্টার্ন কেপটাউনের হাতে উটেছে চ্যাম্পিয়নের ট্রফি। সেই পথে যে সানরাইজার্স কেপটাউনের সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি তা বলার অুপেক্ষা রাখে না। এছাড়াও এই মরসুমে সেই প্রতিযোগিতাতে অধিনায়কের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।

এই তারকা ক্রিকেটারের হাত ধরে প্রথমবার সাউথ আফ্রিকা টি২০ জিতেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপটাউন। সেখানে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই তারকা ক্রিকেটারের। তাঁর সেই পারফরম্যান্স দেখার পরই যে এডেন মার্করামকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২৬ থেকে ২৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেখানেই অধিনায়ক হিসাবে অভিষেক হবে এই তারকা ক্রিকেটারের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি২০ স্কোয়াড

এডেন মার্করাম (অধিনায়ক)

কুইন্টন ডিকক

বর্ন ফর্চুইন

রিজা হেন্ড্রিক

মার্কো জ্যানসেন

হেনরিখ ক্লাসেন

সিসান্দা মাগালা

ডেভিড মিলার

লুঙ্গি এনগিডি

অ্যানরিচ নর্খিয়া

ওয়েন পার্ণেল

কাগিসো রাবাডা

রাইলি রসো

তাবরেজ সামসি

ক্রিস্টান স্টাবস

আগামী ১৬ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  একদিনের সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। যদিও সেই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাডা, বর্ণ ফর্চুইনদের। এই টি টোয়েন্টি সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার শিবিরে ফিরবেন তারা। টি টোয়েন্টি শিবিরে অবশ্যটেম্বা বাবুমাকে না রেখেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নতুন অধিনায়কের হাত ধরে দক্ষিণ আফ্রিকার শুরুটা কেমন হয় টি টোয়েন্টিতে সেটাই এখন দেখার।

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...