Aiden Markram. (Photo by Isuru Sameera Peiris/Gallo Images/Getty Images)
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বিরাট পট বদল। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দক্ষিণ আফ্রিকার নতুন টি টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা হয়ে গেল। টেম্বা বাভুমা নয়, টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক হলেন এডেন মার্করাম। প্রোটিয়া ক্রিকেটে এই মুহূর্তে এজেন মার্করামের সাফল্যের গ্রাফ ক্রমশই উর্ধ্বগামী। আর তাতেই চূডান্ত সাফল্য পেলেন এই তারকা ক্রিকেটার। টেম্বা বাভুমার কাঁধে এতদিন সেই দায়িত্ব তাকলেও শেষপর্যন্ত টি টোয়েন্টির জন্য এই তরুণ ক্রিকেটারকেই টি টোয়েন্টির অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার একদিন এবং টেস্ট দলের অধিনায়ক হিসাবে অবশ্য টেম্বা বাভুমার ওপরই ভরসা রাখছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কয়েকদিনম আগেই শেষ হয়েছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি প্রতিযোগিতা। প্রথম মরসুমেই সানরাইজার্স ইস্টার্ন কেপটাউনের হাতে উটেছে চ্যাম্পিয়নের ট্রফি। সেই পথে যে সানরাইজার্স কেপটাউনের সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি তা বলার অুপেক্ষা রাখে না। এছাড়াও এই মরসুমে সেই প্রতিযোগিতাতে অধিনায়কের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।
এই তারকা ক্রিকেটারের হাত ধরে প্রথমবার সাউথ আফ্রিকা টি২০ জিতেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপটাউন। সেখানে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই তারকা ক্রিকেটারের। তাঁর সেই পারফরম্যান্স দেখার পরই যে এডেন মার্করামকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২৬ থেকে ২৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেখানেই অধিনায়ক হিসাবে অভিষেক হবে এই তারকা ক্রিকেটারের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি২০ স্কোয়াড
এডেন মার্করাম (অধিনায়ক)
কুইন্টন ডিকক
বর্ন ফর্চুইন
রিজা হেন্ড্রিক
মার্কো জ্যানসেন
হেনরিখ ক্লাসেন
সিসান্দা মাগালা
ডেভিড মিলার
লুঙ্গি এনগিডি
অ্যানরিচ নর্খিয়া
ওয়েন পার্ণেল
কাগিসো রাবাডা
রাইলি রসো
তাবরেজ সামসি
ক্রিস্টান স্টাবস
আগামী ১৬ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। যদিও সেই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাডা, বর্ণ ফর্চুইনদের। এই টি টোয়েন্টি সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার শিবিরে ফিরবেন তারা। টি টোয়েন্টি শিবিরে অবশ্যটেম্বা বাবুমাকে না রেখেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নতুন অধিনায়কের হাত ধরে দক্ষিণ আফ্রিকার শুরুটা কেমন হয় টি টোয়েন্টিতে সেটাই এখন দেখার।