Andrew McDonald. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)
পরপর দুই ম্যাচে শোচনীয় হার হলেও অবশেষে ভারতের বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টের মতো ইন্দোরে তৃতীয় টেস্টও সেষ হয়েছে মাত্র আড়াি দিনেই। কিন্তু বদলে গিয়েছে জয়ী দলের নাম। ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে জয়ের খাতা খুলেছে টিম ইন্ডিয়া। আর অস্ট্রেলিয়ার এই জয় যে ভারতীয় শিবিরের অন্দরে বাড়তি চাপ তৈরি করেছে তা মানতে কোনও দ্বিধা নেই অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আহমেদাবাদ টেস্টের পিচ কেমন হবে তা নিয়ে এথন আর চিন্তিত নন অজি কোচ ম্যাকডোনাল্ড।
নাগপুর এবং দিল্লি দুই টেস্টে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়া দলকে নিয়ে শুরু সমালোচনার সরব হয়েছিলেন সকলে। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া বাহিনী। তৃতীয় টেস্টে অবশ্য বদলে গিয়েছে সমস্ত চিত্রটা। এই স্পিন অস্ত্রেই ভারতীয় দলকে শেষ করেছে অজি বাহিনী। আর সেটাই অস্ট্রেলিয়া দলের জন্য অ্যাডভান্টেজ হিসাবে দেখছেন অস্ট্রেলিয়ান কোচ। তাঁর মতে এই জয় ভারতীয় দলের ওপর চাপ তৈরি করবে।
ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হার ভারতের
এই টেস্ট জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। অন্যদিকে ভারতের ফাইনালের রাস্তাটা খানিকটা হলেও কঠিন হয়ে গিয়েছে। যদিও সুযোগ নেই তা কখনোই বলা যায় না। আহমেদাবাদে ভারতীয় দল জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। আহমেদাবাদে কেমন পিচ হবে তা নিয়ে এখনই কোনও ধারণা নেই অস্ট্রেলিয়ার কোচের। তবে ভারতীয় দলের ওপর তারা চাপ তৈরি করতে সক্ষম হয়েছে বলেই মনে করছেন তিনি।
ম্যাচ শেষে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “আহমেদাবাদে আমরা কেমন পিচ পেতে চলেছি তা নিয়ে এই মুহূর্তে আমার কোনও ধারণা নেই। আমি মনে করি কারোরই কোনও ধারণা নেই। এটা একেবারেই কন্ট্রোলের বাইরে রয়েছে। কিন্তু আমার মনে হয় এই জয়ের ফলে ভারতীয় শিবিরের অন্দরে আমরা চাপ তৈরি করতে পেরেছি। দিল্লিতেও এই কাজটা করারই ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছিলাম আমরা”।
তৃতীয় টেস্টে ভারতীয় দলের ব্যাটাররা অস্ট্রেলিয়ান স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। প্রতম ইনিংসে অ্যান্ড্রু কুহ্নেম্যানেপর দাপট দেখা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে একাই শেষ করে দিয়েছিলেন ন্যাথান লিয়ন। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল। প্রথম ইনিংসে ১০৯ রানে সেষ হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানেই শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ৯ উইকেটে সেই ম্যাচ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। আহমেদাবাদ টেস্টের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post তৃতীয় টেস্ট হারের পর ভারতীয় শিবিরে চাপ বেড়েছে বলেই মনে করছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড appeared first on CricTracker Bengali.