Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)
তৃতীয় টেস্টে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। যদিও চতুর্থ টেস্টেই ভারতীয় শিবিরে প্রত্যাবর্তন হয়েছেন মহম্মদ সামির। কিন্তু প্রথম সেশনে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা পেসার। সেই চিত্র দেখার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটারক সুনীল গাভাসকর। তাঁর মতো তৃতীয় ম্যাচে সামির মতো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না।
এখনও পর্যন্ত এই টেস্টে পেসার হিসাবে সবচেয়ে সফল হয়েছেন মহম্মদ সামি। পরপর দুই টেস্ট খেলার পরই তাংকে তৃতীয় টেস্টে বিশ্রাম দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চতুর্থ টেস্টে ফিরলেও এখনও পর্যন্ত মহম্মদ সামিকে ছন্দে বোলিং করতে দেখা যায়নি। তাঁর মধ্যে থন্দের অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক উইকেটই তুলতে পেরেছেন মহম্মদ সামি।
তৃতীয় টেস্টে মহম্মদ সামির জায়গায় উমেশ যাদবকে খেলানো হয়েছিল
বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র এবং সিরিজ জয়ের জন্য এই ম্যাচ জেতা ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহম্মদ সিরাজের জায়গাতেই চতুর্থ টেস্টে ভারতীয় শিবিরে ফিরেছেন মহম্মদ সামি। সেখানেই এখনও পর্যন্ত ৮ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট তুলতে পেরেছেন মহম্মদ সামি। তাঁর এমন পারফরম্যান্স দেখার পরই তা নিয়ে মুখ খুলেছিলেন সুনীল গাভাসকর। বিশেষ করে মহম্মদ সামির ছনম্দ নিয়েই মুখ খুলেছিলেন এই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার।
ধারাভাষ্য দেওয়ার সময়ই সুনীল গাভাসকর জানিয়েছেন, “তৃতীয় টেস্টে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়াটা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না ভারতীয় টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে অন্তত আটদিনের বিরতি ছিল এবার। তাঁর প্রথম দুই ডেলিভারিতে মিলিটারি মিডিয়াম পেসেই বোলিং করেছিলেন মহম্মদ সামি। সেই সময় ব্যাটাররাও যথেষ্ট উদ্বিগ্ন ছিল। যদি তিনি দেখেন যে বল কিপারের কাছে বল একেবারেই সহজে যাচ্ছে, সেখানে ব্যাটার যে সুযোগ নেবে তা বলার অপেক্ষা রাখে না”।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। এদিন অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকে ফিল্ডিংও খুব একচা ভালভাবে করতে পারেনি ভারতীয় ক্রিকেটাররা। বিশেষ করে উইকেটকিপিং করার সময়ই কেএস ভরত ট্রেভিস হেডের মতো তারকা ক্রিকেচারের ক্যাচ মিস করেছিলেন।
The post তৃতীয় টেস্টে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না, মনে করছেন সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.