Pat Cummins. (Photo by Cameron Spencer/Getty Images)
সময়টা সত্যিই ভাল যাচ্ছে না অস্ট্রেলিয়ার। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম দুই ম্যাচেই হার। এবার দলের অধিনায়কের শেষ দুটো টেস্ ম্যাচ খেলা নিয়েই দেখা দিয়েছে সংশয়। পারিবারিক কারণের জন্য দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। শোনাযাচ্ছে শেষ দুটো টেস্টে তাণর খেলা নিয়ে নাকি সংশয় রয়েছে। সেই জায়গাতেই নাকি স্ট্যান্ডবাই অধিনায়ক হিসাবে এবারক প্রস্তুত রাখা হচ্ছে স্টিভ স্মিথকে। আর তাতেই অস্ট্রেলিয়া শিবিরে অস্বস্তির আবহ তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের কাছে প্রথম দুই টেস্টেই শোচনীয় হার হয়েছে অস্ট্রেলিয়া। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় মুখর হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এবার অস্ট্রেলিয়া শিবিরের চিন্তা আরও একটু বাড়িয়ে দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। পরিবারের মেডিক্যাল ইমার্জেন্সির জন্য দ্বিতীয় টেস্টের পরই অস্ট্রেলিয়া ফিরে যেতে হয়েছে তাঁকে। যদিও তৃতীয় টেস্টের গেই শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই পরিস্থিতি সামাল দিয়ে তৃতীয় টেস্টের আগে প্যাট কামিন্সের ফেরা নিয়ে এখন অস্ট্রেলিয়া শিবিরে সংশয় দেখা দিয়েছে।
পারিবারিক কারণের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন প্যাট কামিন্স
আগামী ১ মার্চ থেকে ইন্দোরে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। কিন্তু সেই ম্যাচের আগেই প্যাট কামিন্সের ফেরা নিয়ে সংশয় অস্ট্রেলিয়া শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শোনাযাচ্ছে তাঁর জায়গায় নাকি স্টিভ স্মিথকেই এবার স্ট্যান্ডবাই অধিনায়ক হিসাবে তৈরি রাখছে অস্ট্রেলিয়া শিবির। ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে চিনম্তা যে ক্রমশই বাড়ছে সেটাও বলার অপেক্ষা রাখে না।
একইসঙ্গে চোট আঘাতেও জেরবার অস্ট্রেলিয়া। জশ হেজেলউড আগেই ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়া শিবির থেকে। এবার এই সিরিজ থেকে ছি্টকে গেলেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। কনুইয়ের চোটের জন্য শেষ দুটো টেস্টে খেলতে পারবেন না তিনি। সিরিজে ঘুরে দাঁড়ানোর পথটা যে ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে ব্যাগী গ্রীণদের তা বলাই বাহুল্য। সেইসঙ্গে মাঠের বাইরে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
দ্বিতীয় টেস্টে ম্যাচের রাশ দ্বিতীয় পর্যন্ত অস্ট্রেলিয়ার হাতে থাকলেও, তৃতীয় দিনই বদলে গিয়েছিল সেই ছবিটা। রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ স্পিনের সামনে একটা সেশনেই শেষ হয়ে গিয়েছিল অজি বাহিনী। সেই ম্যাচ জিততে ভারতীয় ব্যাটারজের খুব একটা কষ্ট করতে হয়নি। ৬ উইকেটে দ্বিতীয় ম্যাচ জিতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
The post তৃতীয় টেস্টে প্যাট কামিন্সের খেলা ঘিরে সংশয়, স্ট্যান্ডবাই অধিনায়ক হিসাবে তৈরি থাকছেন স্টিভ স্মিথ appeared first on CricTracker Bengali.